নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এলোমেলো ভাবনার বাইরে বই পড়তে ভালোবাসি, আর পছন্দ নতুন জায়গায় নতুন মানুষের সাথে মিশে তাদের সুখ দুঃখের গল্প শোনা। খুব ইচ্ছা করে এই দেশ ছাড়িয়ে খুব দূরে ভিন্ন দেশের মানুষের খুব কাছে যেতে (সাদা-কালো মানুষের মনের কথা জানতে, তাদের ভালোবাসার রঙ জানতে।

ইমরান তপু-সরদার

যাযাবরী জীবনে সম্পুর্ন অসামাজিক জীব।

ইমরান তপু-সরদার › বিস্তারিত পোস্টঃ

আমি আজ আর কিছু বলবো না!

০৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৩

হুমায়ূন আহমেদের সকল বইয়ের সৃষ্ট চরিত্র আমার কাছে সমান গুরুত্ব নিয়ে আসে। তা সেটা হিমু, মিসির আলী বা শুভ্র যেটাই হোক। লজিকপূর্ণ কাজে যেমন মিসির আলী দক্ষ, তেমনি অ্যান্টি-লজিক চিন্তা ভাবনা করতে গেলে হিমু অসাধারণ। চিন্তার প্রসারতা এবং ছোটর ভেতর প্রসার খোঁজাও এই শুভ্রড় ণা কাজ।
তার বই পড়ে যেমন হাসা যায়, তেমনি কখনও অশ্রুসিক্ত হয়ে উঠে হৃদয় মন। বালিশের নিচে মুখ লুকিয়ে কাঁদতে পারলে মনে হয় নিজেকে শান্ত করা যায়।
বৃষ্টি ও মেঘমালা এদিক থেকে আমার কাছে ভিন্নই ঠেকে। যে বই আপনি পড়বেন সেখান থেকে গোটা কয়েকটি চরিত্র আপনাকে টানবে। কিন্তু বৃষ্টি ও মেঘমালাতে আমার কেন জানি সবগুলো চরিত্রর প্রতি আলাদা মায়া সৃষ্টি হয়।
হাসান যেমন মায়ানগর তৈরি করায় ব্যস্ত তার প্রিয় সন্তান অন্তু এবং পরিবার ছেঁড়ে। যখন তাঁর ছেলে চিকিৎসার জন্য মাদ্রাজ যেয়ে বার বার বলতে থাকে, বাবা কোথায় ? Where is my dad ? কিন্তু সে ব্যস্ত ছিল তার স্বপ্ন নিয়ে।

অন্য দিকে প্রতিভাহীন ছেলে ফিরোজ ভালোবাসে প্রতিভা প্রেমী মেয়ে লীনাকে। সে জানে মেয়েরা তার মতো ছেলেকে ভালো না বেসে করুণা করে। তবুও সে সাধারনের ভেতর অসাধারণ।
আর লীনা? সে ভাবে যে মায়ানগরের মতো স্বপ্ন নিজের মনের ভেতর রাখতে পারে তাকে কীভাবে একা ছেঁড়ে চলে আসে। মনের গোপন লগনে সে ভালোবেসে ফেলে হাসানকে।
আর বীনা? সে তো পড়ুয়া এবং উপদেশপ্রেমী মেয়ে, কিন্তু জানে তার চেয়েও সুখ তার বোন লীনা পাবে। এভাবে এক গোছালো অসাধারণ উপন্যাস বৃষ্টি ও মেঘমালা।
"কোন এক সন্ধ্যায় ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। হাসান বৃষ্টিতে ভিজতে ভিজতে কদম বনে ঘুরে বেড়াবে। সে খুজে বেড়াবে তার প্রিয় মুখদের। যেহেতু দ্বীপের নাম মায়া দ্বীপ সেহেতু খুজলেই সব প্রিয় জনদের সেখানে পাওয়া যাবে। তাদের খুব কাছে যাওয়া যাবে না, কিন্তু তাদের পায়ের শব্দ পাওয়া যাবে। প্রিয় পদরেখা দেখা যাবে। শোনা যাবে তাদের চাপা হাসি। হাসান যখন ডাকবে- বাবা অন্তু তুমি কোথায় গো? তখন কোন কদম গাছের আড়াল থেকে অন্তু বলবে আমি এখানে।
হাসান আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশে বৃষ্টি ও মেঘমালা। "
কাল রাতে বইটা শেষ করে অনেকক্ষণ বইয়ের দিকে তাকিয়ে ছিলাম। কোন কথা বলতে পারি নি। কেন জানি ভোর ৫ টার পরেও চোখে ঘুম আসেনি। থাক না! প্রতিদিনই তো ঘুমায়, এক দিনে কি আসে যায়! :'( আজকে ঢাকার আকাশেও যে মেঘ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০২৪ রাত ১২:৫৪

ইমরান তপু সরদার বলেছেন: :((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.