| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিষন্ন রাত্রি
আমি এক বিষন্ন রাত্রি...বিষন্নতার মাঝে ডুবে থাকি...!!
করির ইন্টারভিউয়ে যদি আপনি প্রার্থীর
চেয়ারে বসেন, তবে এ প্রতিবেদনটি আপনার
জন্যেই। কীভাবে ভালো ইন্টারভিউ
দেওয়া যায়- এ নিয়ে বহু পরামর্শ
পেয়েছেন। কিন্তু ইন্টারভিউয়ের
একটি বিশেষ পর্যায়ের
কথা এখানো বলা হচ্ছে। ইন্টারভিউ
শেষে আপনার প্রশ্নের পালা আসতে পারে।
প্রশ্নকর্তা বলতে পারেন, এবার আপনার কিছু
জানার থাকলে জিজ্ঞাসা করুন।
মনে রাখবেন, এটাও কিন্তু
আপনাকে যাচাইয়ের আরেকটি অংশ। জানার
জন্য আপনার প্রশ্ন কর্তৃপক্ষকে জানান
দেবে আপনার জ্ঞান সম্পর্কে। এসব
প্রশ্নে ফুটে উঠবে প্রতিষ্ঠান
সম্পর্কে আপনার জ্ঞান, কাজ
সম্পর্কে দৃষ্টিভঙ্গি এবং পেশাদার
হিসেবে মন-মানসিকতা। তাই
সঠিকভাবে আপনাকেও প্রশ্ন
করতে হবে বলে মনে করেন জব বোর্ড
ট্যালেন্টজু এর প্রেসিডেন্ট অ্যামি হুভার।
জেনে নিন কর্তৃপক্ষকে কোন ১৬টি প্রশ্ন
করবেন না।
১. আপনাদের এই প্রতিষ্ঠানের কাজ কী?
২. আমার বেতন কতো হবে?
৩. আমাকে কী অতিরিক্ত সময় কাজ
করতে হবে?
৪. কতো দ্রুত আমি বড় ছুটি নিতে পারি?
৫. কতোদিন পর আমার বেতন বাড়ানো হবে?
৬. একটি প্রমোশন পেতে আমাকে কতোদিন
অপেক্ষা করতে হবে?
৭. অফিসে কি আমার আলাদা রুম থাকবে?
৮. যে ডিপার্টমেন্টে কাজ করবো তার অন্য
কর্মীদের বা কাজগুলো পছন্দ
না হলে কী হবে?
৯. খরচের জন্য কী আমি অর্থ নিতে পারবো?
১০. এই প্রতিষ্ঠানের বিষয়ে আপনাদের
ব্যক্তিগত মন্তব্য জানতে পারি?
১১. অফিস আওয়ারে ব্যক্তিগত প্রয়োজনে ফোন
করতে পারবো?
১২. আমার বিষয়ে তথ্য নিতে কি অফিস
নিজস্ব সূত্র ব্যবহার করবে?
১৩. অফিসে ইন্টারনেট ব্যবহার
কি নিয়ন্ত্রণ করা হয়?
১৪. আগে এসে কাজ শেষ
করে কি আগে চলে যেতে পারবো?
১৫. কাজগুলো আমি কীভাবে করবো?
১৬.
আমি কি চাকরিটা পেয়েছি বলে ধরে নিতে
পারি?
২৫ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:০২
বিষন্ন রাত্রি বলেছেন: ধন্যবাদ...!
২|
২৫ শে মে, ২০১৪ বিকাল ৫:৪৬
নীল ভোমরা বলেছেন: নিজের অভিজ্ঞতা থেকে এই পোস্ট?.... নাকি সাধারণ ধারনা থেকে?
২৫ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:১৮
বিষন্ন রাত্রি বলেছেন: পরিচিত জনের অভিজ্ঞতা... নিজের না..!
©somewhere in net ltd.
১|
২৫ শে মে, ২০১৪ বিকাল ৫:৩২
উদাস কিশোর বলেছেন: ভাল পোষ্ট