নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাতীর বিমর্ষতা নিয়ে ভাবতে হবে,,,

বিমর্ষ চিন্তুক

আমি কোনো রাজনীতি চায় না......

বিমর্ষ চিন্তুক › বিস্তারিত পোস্টঃ

করোনা ভাইরাস

১৬ ই মার্চ, ২০২০ রাত ২:০২

করোনা ভাইরাসে সারা বিশ্বে যেখানে আতংকে, চীনের পরে যখন ইতালির অবস্থা সিরিয়াস, ইতালি সরকার যখন দেশে লকডাউন ঘোষনা দিয়েছে, ইতালি যখন স্ট্যাট অব ইমারজেন্সি অবস্থায়। তখন তুমি দেশ-বিদেশের (বাদ দিলাম দেশ-বিদেশ, মা-বাবা তথা ফ্যামিলি আছে তো) কারো কথা চিন্তা না করে দেশে যাবা ইতালি থেকে, আর তুমি বলবা তুমি একজন রেমিট্যান্স যোদ্ধা?? আমি বলবো তুমি একটা চ্যাটের বাল।

ভাইরাস আতংকে যেখানে সব ব্যাবসা বানিজ্য বন্ধ উইদাউট এনি ইমার্জেন্সি প্রোডাক্ট লাইক ঔষধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, সেখানে তুমি ইউরোপের সর্বোচ্চ ভাইরাস আতংকের দেশ থেকে মাদারল্যান্ডে যাবা, আর তুমি বলবা আই লাভ মাই মাদারল্যান্ড??? আমি বলবো ইউ ফাক ইওর মাদারল্যান্ড।

সারা বিশ্বে যেখানে প্রায় বাংলাদেশী করোনা রোগীর সংখ্যা প্রায় ৩০, মাদ্রিদে বাঙালি স্বামী-স্ত্রী দুজনের অবস্থা সিরিয়াস। প্রাণহানী হয়েছে ২ জনের সেখানে তুমি বলবা, এটা বাঙালিদের হয় না! বাঙালি মদ খায় না, গাঞ্জা খায় না, শোয়র খায় না। এটা তাদের হয়, ইউরোপিয়ানদের হয় তারা গাঞ্জা খায়, মদ খায়, শোয়র খায়??? তুমি নিজেরে মনে করবা বাঙালি, আমি বলবো তুমি ****- টুট।

যেখানে দেশের সিস্টেম করোনা ভাইরাস মোকাবেলায় উদ্বীগ্ন, পাব্লিক ইমার্জেন্সি সার্ভিস ২৪ ঘন্টা করোনা সনাক্তকরণ ও চিকিৎসা দিতে এক পায়ে খাড়া, সেখানে তুমি বলবা ফাক ইউ সিস্টেম, ফাক ইউ বাংলাদেশ সিস্টেম??? আমি বলবো ইউ ডোন্ট ফাক বাংলাদেশ সিস্টেম, ইউ মে ফাক ****** টুট।

টুট, টূট, টুট... অনেক টুটই লেখা যায়, কয় টুটের জবাব দেব?? টুট টুট না করে টিপ টিপ করি, টিপ টিপ করে চোখের পানি ফেলি উনার কাছে যিনি এই ভাইরাস দিয়ে আমাদের পরীক্ষা নিচ্ছেন। তওবা করি আল্লাহর কাছে, আল্লাহ আমাদের ক্ষমা করুন।

এখন সময় নয় ব্যাটাগিরি করার এটা বলে যে আই এম এ রেমিট্যান্স যোদ্ধা, এখন সময় ব্যাটাগিরি করার এটা বলে আই এম করোনা যোদ্ধা। Be part Of System of your Country যারা আমাদের সুরক্ষায় যোদ্ধ চালিয়ে যাচ্ছে৷

মুন্না আজাদ

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০২০ রাত ২:৩৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভাইরাস আতংকের দিনে এত ক্ষিপ্ত কেন ।
............................................................................
তিনি বিদেশ ফেরত, বিপদে পড়েছে তাই আসা
কিন্ত পকেটের টাকার গরম ভূলতে পারছে না ।

২| ১৬ ই মার্চ, ২০২০ রাত ৩:১৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: কিছু ফাজিল ইতালি থেকে, আরব থেকে দেশে যেয়ে গণ্ডগোল করছে- কোয়াইন্টাইনে থাকতে চাচ্ছে না। তারা দেশের কোটিকোটি মানুষের জীবন রিস্কে ফেলে দিতে চাচ্ছে-
এদের গল্লার বাড়ি দেওয়া দরকার ছিলো।

৩| ১৬ ই মার্চ, ২০২০ সকাল ৮:০৫

নেওয়াজ আলি বলেছেন: এই মুহূর্তে প্রবাসীরা অত্যন্ত জরুরী ছাড়া দেশে না যাওয়াই উত্তম। প্রবাসীরা নবাবজাদা কারণ তারা বিদেশ হতে দেশে টাকা পাঠায়।

৪| ১৬ ই মার্চ, ২০২০ সকাল ৯:১০

রাজীব নুর বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.