নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাতীর বিমর্ষতা নিয়ে ভাবতে হবে,,,

বিমর্ষ চিন্তুক

আমি কোনো রাজনীতি চায় না......

বিমর্ষ চিন্তুক › বিস্তারিত পোস্টঃ

সারা জীবন বসে খাবা বাবা,,,,,

১৭ ই মার্চ, ২০২০ রাত ১১:২৯

- বাবাজি, আমার মেয়ের পিছে আর ঘুইরো নাহ্।

- এহ্! কইলেই হইলো! কত কষ্টে পটাইছি জানেন আপনে!

- দেখো সামনে আমার মেয়ের বিয়া। তুমি যদি ঝামেলা
না করো তাহলে তোমারে আমি এমন অমূল্য জিনিস
দিবো যা দিয়া সারাজীবন বইসা খাইতে পারবা।

- এ্যাঁ! বলেন কি মশাই! সত্যি নাকি!

- অবশ্যই সত্যি। আলবৎ সত্যি।

- তা জিনিসটা কী?

- আমার মেয়ের বিয়ের পর এসে নিয়ে যাইয়ো।

- এ্যাঁ! দাঁড়ান একটু ভাবি! সারাজীবন বইসা খাইতে
পারমু! হায় গড, এমন জিনিস তুমি আমার কপালে
রাখছো! ও মশাই আমি রাজি।

- এইতো বুদ্ধিমান ছেলে। বিয়ের পর এসে জিনিসখানা
নিয়ে যেও।

অতপর বিয়ের পর ছেলেটা আসলো। মেয়ের বাবা
ছেলেকে বড় একটা কাটুনবক্সে মোড়ানো অমূল্য
জিনিসখানা দিলো। বললো, বাসায় গিয়ে খুইলো।
এখানে খুললে জ্ঞান হারাইতে পারো।

ছেলে বীরবিক্রমে বাক্স নিয়ে বাসায় গেল। তারপর
ধীরে ধীরে খুললো। খুলে ছেলের চোখ কপালে উঠে
গেল। বক্সের ভিতরে একটা RFL এর চেয়ার।
তারউপর একটা চিঠি। চিঠিতে গোটা গোটা
অক্ষরে লিখা.........

জনাব বেক্কল,
এই দিলাম আরএফএলের চেয়ার। আজীবন বসে বসে
খাইতে পারবা। যত্ন করলে তোমার নাতীপুতিরাও
আরামসে বইসা খাইতে পারবে।

ইতি---------------------

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০২০ রাত ১২:৫২

নেওয়াজ আলি বলেছেন: Good

২| ১৮ ই মার্চ, ২০২০ রাত ১২:৫৯

মা.হাসান বলেছেন: মজা পাইছি।

৩| ১৮ ই মার্চ, ২০২০ রাত ২:১২

আর. হোসাইন বলেছেন: হা হা হাভ

৪| ১৮ ই মার্চ, ২০২০ সকাল ৯:০২

রাজীব নুর বলেছেন: বাহ !!

৫| ১৮ ই মার্চ, ২০২০ সকাল ৯:৩৫

খাঁজা বাবা বলেছেন: ভাল ছিল :)

৬| ১৮ ই মার্চ, ২০২০ সকাল ১০:৫৮

নীল আকাশ বলেছেন: সত্যই মজা পেয়েছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.