নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি রক্ত বন্যা দেখিনি কোথাও,\nদেখেছি চোখের কান্না।\nসে অশ্রু ফোটায় ম্লান হয়েছে\nহীরা, মতি, মণি, পান্না।

মোঃ জাবেদ ভুঁইয়া

আমি রক্ত বন্যা দেখিনি কোথাও, দেখেছি চোখের কান্না। সে অশ্রু ফোটায় ম্লান হয়েছে হীরা, মতি, মণি, পান্না।

মোঃ জাবেদ ভুঁইয়া › বিস্তারিত পোস্টঃ

রহস্যের হাতছানি -(প্রথম পর্ব)

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৬

এক .

কক্সবাজারে বেড়াতে এসে আমি আর

শিলু হোটেলে বসে লুডু খেলছিলাম ।

ব্যাপারটা বেশ হাস্যকর ।কিন্তু

কি করব ?

শামুকে পা কেটে ফালি ফালি করে ফেলেছে

ও ।তাই সময় কাটাতে এর চেয়ে ভাল

আর কিছু পেলাম না ।শিলুর

একটা পাকা গুটি কেটে বিরাট

একটা চিল্লানী দিতে যাব এমন সময়

ফ্যাসফ্যাসে গলায় দরজার কাছ

থেকে কে যেন বলল ,

¤আসতে পারি ?

চেয়ে দেখলাম কাচা পাকা চলের গোফ

দাড়ি বিহিন স্যুট টাই

পড়া কিছুটা বুড়ো কিছুটা জোয়ান

টাইপের একজন দাড়িয়ে আছে ।

মুখের গোড়া থেকে চিত্কারটা খুব কষ্ট

করে চিত্কারটা হজম করতাম ।

¤আরে !রহিমসাহেব যে আসুন আসুন ।

মান্ধাতার আমলের কায়দায় বলল শিলু

।লোকটা খানিকটা ইততস্ত করে আমার

পাশে বসে পড়ল ।শিলী তার

সাথে কথা বার্তা বলতে শুরু করল ।

আমি মনযোগ দিলাম লুডুর

গুটি গুটাতে ।হঠাত্ লোকটার

একটা কথায় এত হকচকিয়ে গেলাম

যে আমার হাত থেকে লুডুর

গুটি গুলো পড়ে ঘরময় ছড়িয়ে গেল ।

চেয়ে দেখলাম শিলু আর রহিমসাহেব

দুজনেই আড়চোখে আমার

দিকে তাকিয়ে আছে ।

দুই .

¤তুই পারবি তো শিলু কেসটা সলভ

করতে ?সন্দেহ মিশ্রিত স্বরে শিলু

কে জিজ্ঞাসা করলাম আমি ।

¤তোর কি মনে হয় ?

চৌকা ভাবে পাল্টা প্রশ্ন করল শিলু ।

আমি জানালার দিকে এগিয়ে গেলাম ।

তারপর

বাইরে দুরদিগন্তে গিয়ে মেশা নীল

আকাশটার দিকে তাকিয়ে বললাম ,

¤আমার কি মনে হয় তা জানার দরকার

নেই তোর ।

¤আহ বলনা অভি ! বিরুক্ত হয়ে বলল

শিলু ।

¤ব্যাস !আমার মনে হয় তুই পারবিনা !

¤তোর এমন মনে হওয়ার কারন ?

¤এটা খুব জটিল কেস শিলু । দ্রুত ওর

দিকে তাকিয়ে বললাম আমি ।শিলুর

মুখটা আষাঢ়ের

ঘনকালো মেঘে ডেকে গেল ।কিন্তু

সেটা কিছুটা সময়ের জন্যেই শুধু ।

তারপর সূর্য উঠে ওর মুখটা উজ্জল

হয়ে গেল ।

¤তুই আমার ওপর বিশ্বাস

রাখতে পারিস !আমার

দিকে তাকিয়ে বলল শিলু ।

¤কিন্তু !

¤যতই বলিস এই কেসটা আমি সলভ

করবই ।

আমি মুখ ঘুরিয়ে আবার বাইরের

দিকে দৃষ্টি দিল ।শিলু

সোফা থেকে উঠে এসে আমার কাধে হাত

রাখল .

¤তুই আমার পাশে থাকবিতো অভি ?

বলল শিলু ।

আমি শিলুর চোখের দিকে কিছুখন

তাকিয়ে রই লাম ।দেখলাম দৃঢ়

প্রতিজ্ঞা খেলা করছে ওর চোখে ।

তারপর মূদু হেসে শিলুর হাতে হাত

রাখলাম ।

মনে মনে বললামঃ আমি আছি শিলু

আছি তোর সাথে ।তুই আমার শ্রেষ্ঠ

বন্ধু তোর সাথে থাকবনা ?নিশ্চয়

থাকব ।

চলবে ....

পুর্বে এখানে প্রকাশিত

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

মাক্স বলেছেন: চলুক.........
পোস্ট কি মোবাইল থেকে কপিপেস্ট করে দিসেন??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.