নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি রক্ত বন্যা দেখিনি কোথাও,\nদেখেছি চোখের কান্না।\nসে অশ্রু ফোটায় ম্লান হয়েছে\nহীরা, মতি, মণি, পান্না।

মোঃ জাবেদ ভুঁইয়া

আমি রক্ত বন্যা দেখিনি কোথাও, দেখেছি চোখের কান্না। সে অশ্রু ফোটায় ম্লান হয়েছে হীরা, মতি, মণি, পান্না।

মোঃ জাবেদ ভুঁইয়া › বিস্তারিত পোস্টঃ

রহস্যের হাতছানি - (তৃতীয় পর্ব)

২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৪

আগের পর্ব



চার

¤এই সেই হোটেল ?

একটা দুতলা আবাসিক হোটেলের

দিকে ইশারা করে রহিম সাহেবকে প্রশ্ন

করল শীলু ।

¤হ্যা ! মুখের সাথে মাথাও নাড়লেন

রহিমসাহেব ।

আমরা বাইরে দাড়িয়ে কথা বলছিলাম ।

এমন সময় বেড়ারা গোছের একজন লোক

এসে জিজ্ঞেস করল ,স্যার এনাদের

কোন রুমটা দেব ?

¤সমুদ্রের কাছাকাছি রুমটা দিও !

বলেই রহিম সাহেব আমাদেয়

দিকে তাকালেন ।বোধহয় আমাদের

অভিমত জানতে চাচ্ছেন ।শিলু মূদু

হেসে ওনাকে অভিমত জানিয়ে দিল ।

রহিমসাহেব আবার বেড়ারা গোছের

লোকটার দিকে তাকালেন ।তারপর

বললেনঃ করীম যাও সাহেবদের

ঘরটা গুছিয়ে দাও গে !

পাঁচ

রুমটা বেশ সুন্দর আর মনোরম ।

অনেকটা আমার পছন্দের কাছাকাছি ।

আমরা আগে যে হোটেলে ছিলাম

সেখানে রাতের নিঃশব্দতার গভিরে কান

পাতলে সমুদ্রের গর্জন শুনা যেত

কিন্তু এখানে দিন রাত

প্রতিটা প্রহরেই সমুদ্রের গর্জন

নিত্যসঙ্গী ।

আমি জানালা দিয়ে তাকালাম ।এখান

থেকে সমুদ্র দেখা যায় ।

আমি জানালার বাইরে চোখ রেখেই

শিলুকে বললাম ,জাযগাটা বেশ সুন্দর

নারে শিলু ?

কোন জবাব পেলাম না ।

আবার বললাম একটু

জোরেই ,জায়গাটা ভাল

লাগছে নারে শিলু ?

আমার কথার প্রতিধ্বনি হল কিন্তু

কোন নতুন শব্দ যোগ হলনা ।

জানালা থেকে মুখ ঘুরিয়ে চট

করে ঘুরে দাড়ালাম ।দেখলাম শিলু

চিন্তিত মুখে সোফায় বসে আছে ।

কপালটা বেশ কুচকানো ।তারমানে শিলু

একটু একটু বিরক্ত ও ।

¤শিলু !একটু জোরেই ডাকলাম আমি ।

¤কি ?কি ? চমকে উঠে বলল শিলু ।

কপালটা দেখলাম ঠিক হয়ে গেছে ।

¤কিরে এত খন ধরে ডাকছি শুনছিস

না যে ? ঠিক এইসময় রহিমসাহেব

ঘরে প্রবেশ করলেন ।ওনার

সর্বাঙ্গে দেখলাম ক্লান্ততার ছাপ ।

রহিম সাহেব আমাদের

দিকে কতগুলি খাতা এগিয়ে দিলেন ।

¤এগুলো আমার হোটেলের থাকা লোকের

নাম পরিচয়ে পরিসংখ্যান ।বেশ

তারাতারি করেই বললেন ওনি ।

কন্ঠে কেমন হাশফাস ।বুঝলাম

এগুলো জোগার করতে ওনার বেশ

ঝামেলা পোহাতে হয়েছে ।আমি হাত

বাড়িয়ে খাতাগুলো নিয়ে নিলাম ।

ওনি কাজ দেখিয়ে দ্রুত রুম ত্যাগ

করলেন ।

চলবে ..... ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.