![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি রক্ত বন্যা দেখিনি কোথাও, দেখেছি চোখের কান্না। সে অশ্রু ফোটায় ম্লান হয়েছে হীরা, মতি, মণি, পান্না।
আমরা আওয়ামী ,BNP এর দালালী করতে নয় ,রাজাকারদের বিচারের দাবীতে পথে নেমেছি !
সেটা যে দলেই থাকুক ,টেনে হিচরে বের করে আনবই আনব !
রাজাকার এমন এক লজ্জাহীন ,চালাক প্রাণী যাদের কুত্তা ডাকলেও কুত্তাকে অপমান করা হয় !!
একাত্তরের পাপীরা আজ কি সাধু সেঁজে বসে আছে !
এদের টেনে হিচরে জাহান্নামে পৌছে দেওয়াই এ আন্দোলনের উদ্দেশ্য !
এক কথা এক স্লোগান ,
পদ্মা ,মেঘনা ,যমুনায়
রাজাকারের জায়গা নাই
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৩
ৎঁৎঁৎঁ বলেছেন: পদ্মা মেঘনা যমুনা,
তোমার আমার ঠিকানা,
রাজাকারের ফাঁসি না দিয়ে,
মাগো আমরা ফিরবোনা!
৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৩
নিষ্কর্মা বলেছেন: মনে রাখবেন, কয়েকটা শিবির আর জামাতি-ই সব নয়। সরকারও কিছুই না। জনতাই ৯৯% ।
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১১
খুব সাধারন একজন বলেছেন: হক কতা, হক কতা।