| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোঃ জাবেদ ভুঁইয়া
আমি রক্ত বন্যা দেখিনি কোথাও, দেখেছি চোখের কান্না। সে অশ্রু ফোটায় ম্লান হয়েছে হীরা, মতি, মণি, পান্না।
আমরা আওয়ামী ,BNP এর দালালী করতে নয় ,রাজাকারদের বিচারের দাবীতে পথে নেমেছি !
সেটা যে দলেই থাকুক ,টেনে হিচরে বের করে আনবই আনব !
রাজাকার এমন এক লজ্জাহীন ,চালাক প্রাণী যাদের কুত্তা ডাকলেও কুত্তাকে অপমান করা হয় !!
একাত্তরের পাপীরা আজ কি সাধু সেঁজে বসে আছে !
এদের টেনে হিচরে জাহান্নামে পৌছে দেওয়াই এ আন্দোলনের উদ্দেশ্য !
এক কথা এক স্লোগান ,
পদ্মা ,মেঘনা ,যমুনায়
রাজাকারের জায়গা নাই
২|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৩
ৎঁৎঁৎঁ বলেছেন: পদ্মা মেঘনা যমুনা,
তোমার আমার ঠিকানা,
রাজাকারের ফাঁসি না দিয়ে,
মাগো আমরা ফিরবোনা!
৩|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৩
নিষ্কর্মা বলেছেন: মনে রাখবেন, কয়েকটা শিবির আর জামাতি-ই সব নয়। সরকারও কিছুই না। জনতাই ৯৯% ।
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১১
খুব সাধারন একজন বলেছেন: হক কতা, হক কতা।