![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি রক্ত বন্যা দেখিনি কোথাও, দেখেছি চোখের কান্না। সে অশ্রু ফোটায় ম্লান হয়েছে হীরা, মতি, মণি, পান্না।
প্রতিদিন ৩জন জিতে নিন পেইড হোস্টিং একদম ফ্রি !
ডিটেইলসঃ
হোস্টিং স্পেসঃ 100MB
ডাটা ট্রান্সফারঃ 1GB
ইমেইলঃ ১০টি
সাবডোমেইনঃ ৫টি
ডাটাবেজঃ ৫টি
সিপ্যানেলঃ হ্যা ।
মেয়াদঃ ৬মাস
:: কিভাবে জিতবেন ::
১.
http://alor-nishan.com
গিয়ে নিবন্ধন করুন ।
২. http://alor-nishan.com/post.php?fid=2
এ গিয়ে আপনার পরিচয় দিন ।
৩. http://alor-nishan.com/post.php?fid=56 লিংকে গিয়ে আপনার কি কাজে হোস্টিং ব্যবহার করবেন সে বিষয়ে বিস্তারিত লিখুন ।
যেমনঃ "আমি এই হোস্টিংটি একটি শিশুতোষ সাইট / ইসলামিক সাইট / শিক্ষামূলক সাইট / মুক্তযুদ্ধ ভিত্তিক সাইট /ইত্যাদির জন্য ব্যবহার করব ।আশা করি আমাকে হোস্টিং দিবেন ।"
:: কিভাবে বুঝবেন আপনি হোস্টিং পেয়েছেন ?::
প্রতিদিন বিকাল ৪টায় তিনজন বিজয়ীর নাম
http://alor-nishan.com
প্রকাশ করা হবে ।
তারপর গোপন বার্তায় তাকে তার হোস্টিং একাউন্ট বুঝিয়ে দেওয়া হবে ।
:: আরও আছে ::
আপনার কোন ডোমেইন না থাকলে আপনি আমাদের সাবডোমেইনও ব্যাবহার করতে পারেন ।
সেক্ষেত্রে আপনার সাইটের লিংক হবে
http://yoursitename.alor-nishan.com
তাহলে জলদি নিয়ে নিন পেইড হোস্টিং একদম ফ্রিতে ,ফুরিয়ে যাওয়ার আগেই ।
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৯
যাযাবর৮১ বলেছেন:
গণদাবি একটাই
আবার জেগেছে তারুণ্যের প্রজন্ম
দ্বিধা ভেদ ভুলে জাগরণের জন্ম,
কবে কে দেখেছে এই বাংলার বাঘ
শাবাশ জনতা ঐ জেগেছে শাহবাগ।
আলোকিত প্রাণ প্রজন্ম চত্বরে
বিকশিত গান খুঁজছে সত্তারে,
আর নয় ভুল, মুক্তির স্লোগান
ধূম্র ধূসরে ফাগুনের জয়গান।
ঘৃণায় আক্রোশে জানায় যে ধিক্কারে
গণদাবি আজ প্রদৃপ্ত হুঙ্কারে,
জেগেছে জনতা, বিচার এবার চাই
ফাঁসি, ফাঁসি, ফাঁসি, গণদাবি একটাই।
৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
মোঃ জাবেদ ভুঁইয়া বলেছেন: নারে ভাই ,৬মাস পর আপনার ইচ্ছা হইলে রিনিউ করবেন না ইচ্ছা হলে সাইট ট্রান্সফার করে ফেলবেন ।হোস্টিং মূলত দিচ্ছি আমাদের ফোরাম কে সবারকাছে পরিচিত করার জন্য ।
ডোমেইন .com 750/= .net 650টাকা !
©somewhere in net ltd.
১|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৬
আহাম্মেদ জুবায়ের করিম ( সৌরভ ) বলেছেন: ভাই ডোমেইনের দাম কত করে নিচ্ছেন ? আর ফ্রীতে hosting দিবেন তাও আবার ৬ মাস এর জন্য !! বেপার টা বুজলাম না !! ফ্রী তে দিয়ে পরে টাকা চাইবেন নাকি ?