![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি রক্ত বন্যা দেখিনি কোথাও, দেখেছি চোখের কান্না। সে অশ্রু ফোটায় ম্লান হয়েছে হীরা, মতি, মণি, পান্না।
এটা ২১শে ফেব্রুয়ারি নয়
এটা নয় কোন ১৬ই ডিসেম্বরও
এটা জ্বলে উঠার দিন
এটা গন জোয়ারে দিন !
কলঙ্ক মোচনের নব পরিনয় ।
এটা ২৬মার্চ নয়
কিংবা স্বাধীনতা সেই ডাক
এটা আলোর পথের নিশান
এটা স্বপ্নের বাস্তবতা ।
নতুন স্বপ্ন বোনার সময় ।
এটা বায়ান্ন নয়
৭১এর দিনও নয়
নব স্বাধীনতা সময় এটা ,
অমানিশা হটানোর পথ এটা
এটা জয় বাংলার জয় !
©somewhere in net ltd.