নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি রক্ত বন্যা দেখিনি কোথাও,\nদেখেছি চোখের কান্না।\nসে অশ্রু ফোটায় ম্লান হয়েছে\nহীরা, মতি, মণি, পান্না।

মোঃ জাবেদ ভুঁইয়া

আমি রক্ত বন্যা দেখিনি কোথাও, দেখেছি চোখের কান্না। সে অশ্রু ফোটায় ম্লান হয়েছে হীরা, মতি, মণি, পান্না।

মোঃ জাবেদ ভুঁইয়া › বিস্তারিত পোস্টঃ

তারপর....

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৬

এক

: এসেছ ?

অন্ধকারে ঢিল ছুড়ার মতো করে বললাম আমি ।

: হু ...

একটু পরেই কাছে ,খুব কাছে থেকে একটা উত্তর এল ।লাজুক একটা কন্ঠ ।লজ্জা আমিও পেলাম ।ওর সাথে আমার আজ প্রথম দেখা ।কিন্তু কি আজব বলুন তো ? যেই দুজনে অন্ধকার পেরিয়ে একটু এই ল্যাম্পপোস্টটার নিচে এলাম ,অমনি ফটাশ করে একটা শব্দ !

বাতিটা ফেটে চৌচির !একরাশ অন্ধকার নেম এলো আবার !

এই অন্ধকারে কখন যে এতোটা কাছে এসে দাড়িয়েছে সে ,বুঝতে পারলাম না ।

সে কি জেনে এত কাছে এসেছে ?

নাকি না জেনে ?

ইচ্ছায় ? নাকি অনিচ্ছায় ?

প্রশ্নগুলোর একটাও তখন জাগেনি মনে ।

কথা ঐ টুকু পর্যন্তই থেমে রইল ওর সাথে ।

নিরব রাত গভির হয়ে আসছে আরও ।রাস্তায় গাড়িগুলো যেন চলতে ভুলে গেছে ।

দুদিক থেকে আটকে যেন এই জায়গাটুকুকে আঁধার থেকে আঁধারে ঠেলে দিতে সচেতন তারা ।

আমি অন্ধকারে স্থির ওর দিকে তাকিয়ে রইলাম ! কেন জানি মনে হল ও আমার দিতে তাকিয়ে নেই ।ওর চোখ আকাশে ! মেঘের ভেতর থেকে দু একটা তারা খোঁজে ওখানে নিজেকে লুকিয়ে ফেলতে পারলে যেন বাচে ও ।



এটা কেবল মনে হওয়া পর্যন্তই ..নিশ্চিত নই আমি ।একটা বলার মত সময় পেরোল ।ঠিক সেসময় !হাতে একটা ছোয়া অনুভব করলাম ।নাকের উপর একটা ছোট্ট কামড় !

খুব কাছ থেকে একটা দ্রুত শ্বাস-প্রশ্বাসের শব্দ !

ভু ..করে একটা গাড়ি ছুটে গেল পাশ দিয়ে ।

আবছা আলোয় ওর মুখটা দেখলাম ।সরল ,শুভ্র ,ইতস্তত কেমন একটা বেখেয়ালী ভাব ।

সাথে যেন একটু প্রশ্রয় ,নিষিদ্ধ একটা কিছুর আকর্ষন ।এক তীব্র হাতছানি ।

আমি তাতে মজে গেলাম ।এক মুহুর্তে দীর্ঘ একটা সময়ের কথা ,দিনের আলোয় সভ্য সমাজের কথা ভুলে গেলাম ।কেমন একটা ঘোর ঘোর ভাব ।

এক টানে তাকে তুলে ফেললাম গাড়িতে ।

একটু পরে গাড়িটা এসে থামলা আমার বাড়ির সামনে ।

ওকে নিয়ে রুমে ঢুকে গেলাম আমি ।

তারপর ... ।দীর্ঘ একটা রাত পেরোলো ।জানালার পর্দা ভেদ করে উকি দিল দিনের আলো ।আলোয় আলোয় ভরে গেল রুমটা ।চোখের কাছে একটা কুত্সিত ,কদাকার মুখ দেখলাম ।এটাকে এখানে আনল কে ?

এখুনি এটাকে ছুড়ে ফেলতে হবে রাস্তায় !

নাহ ! এখানে আর এক মিনিটও রাখা যাবেনা এটাকে ।ছিঃ ছিঃ কি করেছি আমি !

সহসা শত কোটি ধিক্কারে ছেয়ে ফেললাম নিজেকে ।

তক্ষুনি হাতে কয়েকটা টাকা তুলে দিলাম ওর !

তারপর .. এক লাথিতে রাস্তায় ।এ রাস্তার জঞ্জাল ,রাস্তায়ই থাকুক ।

এ অন্ধকার রাতের আকর্ষন ,অসভ্য উন্মাদনা নিভারনের মহৌষধ ।

দিনের আলোয় সভ্য সমাজে এর কোন দাম নেই ,থাকতেও পারেনা ।



দুই



তারপর .. ! একটা আলোকিত দিন কাটলো আমার ।সভ্য একটা দিন ।সুশীল সমাজের মানানসই একটা দিন ।

এরপর আবার ঘনিয়ে এলো সন্ধা ।সুর্যটা একটা দীর্ঘশ্বাস ফেলে চলে গেলে মাটির নিচে !

আর ফেলে গেল একরাশ অন্ধকার ,একটা অসভ্য সমাজের জন্য ঘৃনা !

সেই লজ্জায় যেন চাঁদটাও মুখ ঢাকল মেঘের পেছনে ।

রাত ঘনিয়ে এল ।ক্রমেই হতে লাগল গভির ।

ধীরে ধীরে আমার এই সভ্য সুশীল দেহটা থেকে বেরিয়ে এলো একটা অসভ্য মানুষের ।

গাড়িটা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়লাম আমি । একটা ল্যাম্পপোস্টের নিচে দেখলাম সে দাড়িয়ে আছে ।

স্বল্প স্বল্প আলোয় তাকে দেখাচ্ছে চমত্কার !

বড্ড আকর্ষন তার চোখে ,মুখে ,ঠোটের কোনায় লুকিয়ে থাকা একটা বেদনাময় হাসিতে !

একটা বড় অঙ্কের টাকা তার হাতে গুজে দিয়ে তাকে নিয়ে গাড়িতে উঠে পড়লাম ।

গাড়ি ছুটে চলল দ্রুত ।মনে তখন আমার অদ্ভুত ,অসভ্য ,অশ্লীল উন্মাদনা ।



তারপর .. এবং তারও তারপর এভাবেই পুনঃপুনঃ লাথি দিয়ে ফেলে দেওয়া আবার তুলে আনা চলতেই থাকল !

শুধু আমি নই ? অনেকেই !দিনের সভ্য বেশ ছেড়ে অসভ্যতার টানে অনেককেই দেখা যায় কাওকে না কাওকে গাড়িতে করে তুলে নিতে !

কে জানে সেটা ,আমি ,আমরা কিংবা তোমরাও হতে পারো !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.