| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোঃ জাবেদ ভুঁইয়া
আমি রক্ত বন্যা দেখিনি কোথাও, দেখেছি চোখের কান্না। সে অশ্রু ফোটায় ম্লান হয়েছে হীরা, মতি, মণি, পান্না।
ভুতের দাদা
ছাতিম গাছে ভুতের বাসায়
থাকে ভুতের দাদা
কাদা ছুড়ে মারল সেথায়
দুষ্ট ছেলে হাদা
রেগেমেগে ভুতের দাদা
করল বিষম পণ
শাসাতে না পারলে হাদা
রাখবে না জীবন ।
পণ করেছে বেশ করেছে
তাই বলে এমন !![]()
মানুষ মরে ভুত হয়েছে
ভুতের কি জীবন ?![]()
ভুতের খালু
ভুতের খালু হোত্কা হালু
কুত্কুতে তার চোখ
হাতের তালু লম্বা বেজায়
নাক টা যেন জোঁক ।![]()
পা দুটো তার বড্ড চিকন
ইয়া মোটা তার পেটে
কানগুলো তার লম্বা বটে
হাত দুটো বেশ বেটে ।![]()
হোত্কা হালু বড্ড কালো
ঝকঝকে তার চোখ
মুখটা যে তার পেঁচার মত
ইয়া লম্বা তার নখ ।![]()
©somewhere in net ltd.
১|
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৩
স্বস্তি২০১৩ বলেছেন: মজা লাগল পড়ে...