নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি রক্ত বন্যা দেখিনি কোথাও,\nদেখেছি চোখের কান্না।\nসে অশ্রু ফোটায় ম্লান হয়েছে\nহীরা, মতি, মণি, পান্না।

মোঃ জাবেদ ভুঁইয়া

আমি রক্ত বন্যা দেখিনি কোথাও, দেখেছি চোখের কান্না। সে অশ্রু ফোটায় ম্লান হয়েছে হীরা, মতি, মণি, পান্না।

মোঃ জাবেদ ভুঁইয়া › বিস্তারিত পোস্টঃ

সাহিত্য প্লাসে লেখা পাঠান (প্রিন্ট ম্যাগাজিন)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:২০

আপনি কি একজন নবীন লেখক কিংবা কবি ? তাহলে আপনাকেই খুঁজছি আমরা ! আমাদের প্রিন্ট ম্যাগাজিন দ্বৈমাসিক "সাহিত্য প্লাস"এ লেখা পাঠাতে পারেন আপনি ! লেখা পাঠান- [email protected] এই ইমেইলে অথবা http://mag.alor-nishan.com/spluslform এই ফরম পূরণ করে ! মনে রাখবেন, লেখার সাথে আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নম্বর অবশ্যই যুক্ত করতে হবে ! তাহলে আর দেরি কেন ? এখনি পাঠিয়ে দিন আপনার সেরা লেখাটি ! কোনরূপ চার্জ ছাড়াই আমরা প্রকাশ করব আপনার সেরা লেখাটি !



এখন "ইচ্ছেটা আপনার, আর বাকিটা আমাদের ।"



আর হ্যা, যেসকল বিষয়ে লেখা পাঠাতে পারেন আপনি-

১। গল্প

২। কবিতা/ছড়া

৩। প্রবন্ধ/নিবন্ধ

৪। পূর্ণাঙ্গ উপন্যাস

৫। সায়েন্স ফিকশন

৬। কৌতুক/রম্য রচনা (অবশ্যই শালীন ও রুচি সম্মত)

৭। গবেষণা

৮। অজানা এবং বিস্ময়কর তথ্য

৯। এছাড়া যেকোন তথ্যমূলক লেখা পাঠাতে পারবেন আমাদের কাছে !

ফেসবুক গ্রুপঃ https://www.facebook.com/groups/splusmag/



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৫৭

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: লেখা পাঠাতে চার্জ কেনো দিতে হবে । লেখা মনোনিত হলে বরং আপনারা সম্মানী দেবেন ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩২

মোঃ জাবেদ ভুঁইয়া বলেছেন: ভাই অনেক ম্যাগাজিন উল্টো সন্মানি নেয় ।(অনেকে মেইলে কতটাকা দিতে হবে লেখা ছাপাতে ইত্যাদি জানতে চেয়েছেন)
মূলত বিভ্রান্তিটুকু দূর করার জন্যই লাইনটা লেখা ।
আমরা নতুন বিধায় হয়তো প্রতি সংখ্যার জন্য লেখকদের কোন সন্মানী দিতে পারবনা ।কিন্তু বছর শেষে অবশ্যই সেরা লেখকদের পুরস্কৃত করা হবে ।

লেখকদের উপযু্ক্ত সন্মান / মর্যাদা দেয়াই আমাদের লক্ষ্য । আশা করি ভুল বুঝবেন না ।ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.