![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি রক্ত বন্যা দেখিনি কোথাও, দেখেছি চোখের কান্না। সে অশ্রু ফোটায় ম্লান হয়েছে হীরা, মতি, মণি, পান্না।
আপনি কি একজন নবীন লেখক কিংবা কবি ? তাহলে আপনাকেই খুঁজছি আমরা ! আমাদের প্রিন্ট ম্যাগাজিন দ্বৈমাসিক "সাহিত্য প্লাস"এ লেখা পাঠাতে পারেন আপনি ! লেখা পাঠান- [email protected] এই ইমেইলে অথবা http://mag.alor-nishan.com/spluslform এই ফরম পূরণ করে ! মনে রাখবেন, লেখার সাথে আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নম্বর অবশ্যই যুক্ত করতে হবে ! তাহলে আর দেরি কেন ? এখনি পাঠিয়ে দিন আপনার সেরা লেখাটি ! কোনরূপ চার্জ ছাড়াই আমরা প্রকাশ করব আপনার সেরা লেখাটি !
এখন "ইচ্ছেটা আপনার, আর বাকিটা আমাদের ।"
আর হ্যা, যেসকল বিষয়ে লেখা পাঠাতে পারেন আপনি-
১। গল্প
২। কবিতা/ছড়া
৩। প্রবন্ধ/নিবন্ধ
৪। পূর্ণাঙ্গ উপন্যাস
৫। সায়েন্স ফিকশন
৬। কৌতুক/রম্য রচনা (অবশ্যই শালীন ও রুচি সম্মত)
৭। গবেষণা
৮। অজানা এবং বিস্ময়কর তথ্য
৯। এছাড়া যেকোন তথ্যমূলক লেখা পাঠাতে পারবেন আমাদের কাছে !
ফেসবুক গ্রুপঃ https://www.facebook.com/groups/splusmag/
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩২
মোঃ জাবেদ ভুঁইয়া বলেছেন: ভাই অনেক ম্যাগাজিন উল্টো সন্মানি নেয় ।(অনেকে মেইলে কতটাকা দিতে হবে লেখা ছাপাতে ইত্যাদি জানতে চেয়েছেন)
মূলত বিভ্রান্তিটুকু দূর করার জন্যই লাইনটা লেখা ।
আমরা নতুন বিধায় হয়তো প্রতি সংখ্যার জন্য লেখকদের কোন সন্মানী দিতে পারবনা ।কিন্তু বছর শেষে অবশ্যই সেরা লেখকদের পুরস্কৃত করা হবে ।
লেখকদের উপযু্ক্ত সন্মান / মর্যাদা দেয়াই আমাদের লক্ষ্য । আশা করি ভুল বুঝবেন না ।ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৫৭
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: লেখা পাঠাতে চার্জ কেনো দিতে হবে । লেখা মনোনিত হলে বরং আপনারা সম্মানী দেবেন ।