নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি রক্ত বন্যা দেখিনি কোথাও,\nদেখেছি চোখের কান্না।\nসে অশ্রু ফোটায় ম্লান হয়েছে\nহীরা, মতি, মণি, পান্না।

মোঃ জাবেদ ভুঁইয়া

আমি রক্ত বন্যা দেখিনি কোথাও, দেখেছি চোখের কান্না। সে অশ্রু ফোটায় ম্লান হয়েছে হীরা, মতি, মণি, পান্না।

মোঃ জাবেদ ভুঁইয়া › বিস্তারিত পোস্টঃ

আসুন সবাই বিদ্যুত্‍ রেখে লোডশেডিং কে কাজে লাগাই

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৩

লোডশেডিং জনগনের জন্য অত্যন্ত চমত্‍কার ও প্রয়োজনীয় বিষয় ।এর উপকারীতা অপরীসীম ।কারেন্ট চলে গেলে তাকে লোডশেডিং বলে ।





১. লোডশেডিং সমগ্র বই প্রকাশ

ইযে লোডশেডিং হয় আর আমাদের হা হুতাশা টলমল টলমল করে ঝরে পড়ে এইগুলো না ফেলে বাজার থেকে চমত্‍কার একটা খাতা এনে লিপিবদ্ধ করে ফেলুন ।

পরবর্তিতে লোডশেডিং সমগ্র নামে বই প্রকাশ করতে পারবেন ।



২. অফুরন্ত সময় ।কাজে ফাঁকি ।



কম্পিউটারে কি কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছেন ? আপনার জন্য দয়ালু সরকার দিচ্ছে ফ্রি ফ্রি লোডশেডিং যার বদৌলতে আপনি পাবেন অফুরন্ত সময় ।দিনে ১ ঘন্টাও কম সময় কাজ করবেন মাত্র ।



৩. ডিজিটাল দেশ নিয়ে চিন্তা



আজকাল তো আমরা ডিজিটাল যন্ত্রপাতী নিয়ে এতোটায় যে ব্যস্ত যে সোনার বাংলা যে কিরকম ডিজিটাল হয়েছে তা দেখতেই পারিনা ।লোডশেডিং দিচ্ছে আপনাকে সে সুযোগ ।চলুন প্রতি ক্লাসে ক্লাসে দেখুন একটা করে কম্পিউটার বই পাঠ্য করা হয়েছে ।

ডিজিটাল হতে আর কি লাগে ?



৪. প্যাচাল থেকে মুক্তি ।



বিদ্যুত্‍ থাকলে অনেকেই টিভি দেখেন ।কেউ বিনুদিত হোন কেউবা বিরুক্ত ।যারা বিরুক্ত হোন তারাতো বেশ বাচলেনই আর যারা বিনুদিত হোন তাদের জন্য আনন্দের বন্যা বইয়ে আনল লোডশেডিং ।

কি করে ?

ভারি সহজ ভাই ।বিনুদন পেলে টিভি দেখেন ,টিভি দেখা চোখের জন্য বড্ড ক্ষতিকর ।

আপনি এটা থেকে বেচে গেলেন ।



৫. কানামাছি খেলার সুযোগ ।



কারেন্ট নাই ,কাজকর্মও নাই ।আসুন সবাই কানামাছি খেলি ।তবে একটু ডিজিটায়ন তো করতেই হয় খেলাটায় !নাহলে তো আবার ডিজিটাল দেশের ভারি চোট লাগে ।

যার চোখ বাঁধবেন তাকে এভাবে সংকেত দিবেন ,

0101010101

1010101010

X(X(X(

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৩

আমাবর্ষার চাঁদ বলেছেন: যার চোখ বাঁধবেন তাকে এভাবে সংকেত দিবেন ,
0101010101
1010101010
:D :D :D :D :D
আমিও সংকেত দিবার চাই.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.