![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি রক্ত বন্যা দেখিনি কোথাও, দেখেছি চোখের কান্না। সে অশ্রু ফোটায় ম্লান হয়েছে হীরা, মতি, মণি, পান্না।
চুপচাপ !
ঘুমড়ানো নীল আকাশ ।
নিচে জলভরা পুকুর ।
আকাশ আর জল
নাকি জল আর আকাশ
ভাবছি বসে গালে হাত দিয়ে..
তখন মধ্য দুপুর !
হঠাৎ শব্দ..
ধুপধাপ !
মাথাভরা চুল
খানিক বুদ্ধি আছে কিনা সন্দেহ
কিংবা বদ্ধ পাগল
বদ্ধ আর পাগল
নাকি পাগল আর বদ্ধ
বড্ড মাথা ঘামছে,বুদ্ধিকি খোলছে
তাহলে কি ভাবনার কুল ?
ধুপধাপ
সেই শব্দটাই।
ফটফট ধুপধাপ
আরও বেশ খানিকটা শব্দ
কানের গোরার তালাটা খোলে দিল
কে ভাই ?
উত্তর নাই ।
উত্তর কোথায় পাই ।
পেয়েছি ....
খোলেছে বুদ্ধি
সামনে একটা গাছ
তাতে একটা শুকনো নড়বড়ে
পাতাগুলো ঝরঝরে
একটা ডাল ।
সেখানে একটা ফড়িং !
কটকটে ধুপধাপ শব্দ
করছে সেটাই ...
বেচারা ছুটল এরই মদ্যি ।
আর নাই কোন হদ্দি ।
টুপটাপ !
কটকটে আওয়াজ আবার
পানিতে নাকি ?
আবারও ভাবনার জাল
ওটা পুকুর না আকাশ ?
আকাশ না পুকুর !
বসে বসে পাগলের প্রলাপ বকি
আর ,ভাবনার জাল আঁকি ।
©somewhere in net ltd.
১|
০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫০
টুম্পা মনি বলেছেন: ভালো লাগল।