নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি রক্ত বন্যা দেখিনি কোথাও,\nদেখেছি চোখের কান্না।\nসে অশ্রু ফোটায় ম্লান হয়েছে\nহীরা, মতি, মণি, পান্না।

মোঃ জাবেদ ভুঁইয়া

আমি রক্ত বন্যা দেখিনি কোথাও, দেখেছি চোখের কান্না। সে অশ্রু ফোটায় ম্লান হয়েছে হীরা, মতি, মণি, পান্না।

মোঃ জাবেদ ভুঁইয়া › বিস্তারিত পোস্টঃ

VFX এর দুনিয়ায় স্বাগতম ...

১৮ ই মে, ২০১৪ বিকাল ৪:০৯

সারা দুনিয়ার চলচ্চিত্রে যখন VFX বা ভিজুয়াল ইফেক্টের জয়জয়কার আমরা তখন সবে মাত্র ডিজিটাল (!) চলচ্চিত্রের পথে পা বাড়ালাম।

VFX তো দূরের কথা ,আমাদের দেশের চলচ্চিত্রগুলির অধিকাংশরই ইডিটিং ,কালার কারেকশন করিয়ে আনা হয় পার্শবর্তি দেশ ভারত থেকে।

হলিউডের মত কোটি কোটি ডলার বাজেটের ফিল্মের স্বপ্ন হয়তো আমাদের দুয়াশা কিন্তু কম বাজেটেই কাছাকাছি কিংবা সমমানের ছবি নির্মাণ সম্ভব যদি আমাদের দেশের তরুণদের একটি অংশকে তথাকথিত গদবাঁধা লেখপড়া আর বেচারা চাকুরে হবার লোভ থেকে টেনে বের করে এ খাতে আনা যায়।

মান এবং খরচ কিন্তু ইকুয়েল নয়।

কোন পন্য উত্‍পাদনের মান = সে দেশের শ্রমিকদের দক্ষতা তাদের চাহিদা।

এক্ষেত্রে আমরা ফিল্মকে একটা পন্য ধরলে দেখতে পাব যে , যদি আমাদের মধ্যে একটা দক্ষ শ্রেণী গড়ে উঠে এবং হলিউডের আর্টিস্টদের মত আমাদের চাহিদাও কোটি কোটি ডলার নয় সেহেতু সমমানের ফিল্ম তৈরীতে আমাদের কেবল বাজেটটাই মূল কথা নয় ,দরকার সদিচ্ছা এবং ক্রিয়েটিভ জনশক্তি।

কেউ মাটি দিয়ে গড়ে ভাস্কর্য কেউ সেটাকে ব্যবহার করে পরের গায়ে ঢিল ছুড়তে।

উন্নত দেশগুলো তাদের জনশক্তিকে কাজে লাগাচ্ছে বলেই তার এত উন্নত।

আর আমরা ?

আমরা 'ইতিহাস পড়ে পড়েই জিবনটা কাটিয়ে দেই ,ইতিহাস তৈরীর ফুরসুত্‍ কই?'

সুতরাং এখনই সময়। তৃতীয় বিশ্বের এ দেশটিকে এগোতে হলে আমাদের তাল মেলাতে হবে প্রযুক্তির সাথে।

VFX এবং 3D Animation নিয়ে কাজ শুরু হয়ে গেছে বাংলাদেশে।

বাংলায় তৈরী হচ্ছে টিউটরিয়াল।

এইজন্য প্রতিষ্ঠিত হয়েছে http://vfxbd.net

ফেসবুক পেজঃ Click This Link



সুতরাং ,বাংলার মানুষ। আপনাকে Visual Effects এর দুনিয়ায় স্বাগতম !!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৪ বিকাল ৪:২৯

রাতুল_শাহ বলেছেন: পেজে লাইক দিয়া আসলাম

১৮ ই মে, ২০১৪ বিকাল ৪:৪০

মোঃ জাবেদ ভুঁইয়া বলেছেন: ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.