![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি রক্ত বন্যা দেখিনি কোথাও, দেখেছি চোখের কান্না। সে অশ্রু ফোটায় ম্লান হয়েছে হীরা, মতি, মণি, পান্না।
গত ৬০ঘন্টায় বিদ্যুত্ ছিল সাড়ে চার ঘন্টার মত (পল্লীবিদ্যুত্)।
যেহেতু এটা আমাদের মজ্জায় ঢুকে গেছেই সেহেতু একে উপযুক্ত সন্মান দিয়ে বরণ করে নেওয়াই উচিত
১. জাতীয় ঘটনা হিসেবে স্বীকৃতি দেয়া উচিত 'লোডশেডিং'কে ।
২. আগামী একসপ্তাহকে জাতীয় লোডশেডিং সপ্তাহ হিসেবে ঘোষণা করা যেতে পারে। খেয়াল রাখতে হবে এ একসপ্তাহ যেন হঠাত্ হঠাত্ বিদ্যুত্ চলে এসে নিরবিচ্ছিন্ন লোডশেডিং এ ব্যাঘাত সৃষ্টি করতে না পারে ।
৩. লোডশেডিং উপর বিশেষ নাটিকা নির্মাণ করা যেতে পারে। যদিও তা প্রচারের প্রয়োজন নেই । আর প্রচার করলেও লোডশেডিং এর জন্য কেউ দেখতে পারবে বলে মনে হয়না ।
৪. প্রত্যেক নেতা নেত্রী ক্ষমতায় আসার আগে 'লোডশেডিং নিপাত' হবে বলে গলা ফাটায়। যদিও পরবর্তীতে তাদের কাছে লোডশেডিং এর ব্যাস কদর লক্ষ্য করা যায়। তাই এধরনের অপমানজনক 'ডায়লগ' বন্ধ করা এখন সময়ের দাবী। জাতি এখন 'ক্ষমতায় গেলে সারাদেশে নিরবিচ্ছিন্ন লোডশেডিং ব্যবস্থা করা হবে ,ইনশাল্লাহ' টাইপ ডায়লগ শুনার জন্য উদগ্রীব !
৫. অবিলম্বে লোডশেডিং সঙ্গীত রচনা ,সুর ও প্রত্যেকবার লোডশেডিং হওয়া মাত্রই তা টিভিতে প্রচারের ব্যবস্থা করতে হবে ।
৬. প্রতিবছর একবার 'লোডশেডিং' উত্সব বসাতে হবে । সেখানে লোডশেডিং এর উপকারী দিকগুলো তুলে ধরতে হবে ।
৭. অবিলম্বে লোডশেডিং এ অসাধারন অবদান রাখার জন্য 'পল্লীবিদ্যুত্' এর নাম পরিবর্তন করে 'পল্লীলোডশেডিং' করা যেতে পারে এবং এর সদর দফতর যে গ্রামে তার নাম পরিবর্তন করে অবশ্যই 'লোডশেডিংপল্লী' রাখতে হবে ।
৮. লোডশেডিং কে মৌলিক অধিকারের মর্যাদা দিতে হবে এবং 'সবার জন্য লোডশেডিং' এ স্লোগান নিয়ে এর প্রচার প্রচারণা চালাতে হবে।
এই ৮দফা দাবী অবিলম্বে মানতে হবে , এই দাবী না মানলে ঘরে মেইনসুইচ অফ করে আমরণ লোডশেডিং অনশন করা হবে ।
©somewhere in net ltd.