![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি রক্ত বন্যা দেখিনি কোথাও, দেখেছি চোখের কান্না। সে অশ্রু ফোটায় ম্লান হয়েছে হীরা, মতি, মণি, পান্না।
হাত মুছে , গেরে বসে
বিছিয়েছি এক প্লেট
দাও এনে , যতো পারো
দই ,ভাত ,আমলেট
কলা দেবে , খাব ভাই
না নেই কিছুতেই
ও বাবা , দুধও আছে
ডাল ,ঝাল কিছু নেই ?
কি বললে ,তাও আছে
হোক ভাই তোর জয়
বলো কিগো ? মামলা ?
আমি আছি, নেই ভয় ।
খুন ,লুট ,রাহাজানী
যা ইচ্ছা করো ভাই
জেল যাবে ? কি যে বল !
কথা শুনে হাসি পায় ।
©somewhere in net ltd.