![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি রক্ত বন্যা দেখিনি কোথাও, দেখেছি চোখের কান্না। সে অশ্রু ফোটায় ম্লান হয়েছে হীরা, মতি, মণি, পান্না।
অনেক তো মাথা দিয়ে ফুটবলকে মেরেছেন। এবার সব ফুটবলেরা খেপে গিয়ে আসছে আপনার মাথাকে ফাটিয়ে দিতে। এই গেমে আপনাকে মাউস দিয়ে ড্রাগ করে আপনার মাথাকে ফুটবল থেকে বাঁচাতে হবে।গেমে আপনার বন্ধু হিসেবে থাকবে একটা এরো। ফুটবলের পাশাপাশি এই এরোও আপনাকে ফলো করবে। আপনি চেষ্টা করবেন এই এরোকে আপনার আর ফুটবলের মাঝে ফেলে ফুটবলগুলোকে লিক করে দিতে। এভাবে যত ফুটবল লিক করবেন ততই আপনার পয়েন্ট বাড়বে। প্রতি বিশ সেকেন্ড পরপর আসবে আসবে একটা মুটকো সাইজের ইয়াব্বড় বল। সেটাকে ফাটাতে পারলে আপনি পাবেন ১০ পয়েন্ট! এক্সট্রা। সুতরাং আর দেড়ি কেন, ঝটপট চলে যান এই লিংকে(view this link) আর আটঘাট বেঁধে নেমে পড়ুন খেপে যাওয়া বলদের বিরুদ্ধে এই যুদ্ধে।
গেমের সম্পর্কে তথ্যঃ
গেমের নামঃ ব্লাস্টিং বল
ভার্সনঃ ১.০ বেটা
ডেভলপারঃ স্টুডিও এরাইভ্যাল
রিলিজঃ ৭ই জুন ২০১৫
প্লার্টফর্মঃ ফেসবুক, অ্যান্ড্রোয়েড(আপকামিং), আইওস(আপকামিং), উইন্ডোজ ফোন(আপকামিং)
©somewhere in net ltd.