নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি রক্ত বন্যা দেখিনি কোথাও,\nদেখেছি চোখের কান্না।\nসে অশ্রু ফোটায় ম্লান হয়েছে\nহীরা, মতি, মণি, পান্না।

মোঃ জাবেদ ভুঁইয়া

আমি রক্ত বন্যা দেখিনি কোথাও, দেখেছি চোখের কান্না। সে অশ্রু ফোটায় ম্লান হয়েছে হীরা, মতি, মণি, পান্না।

মোঃ জাবেদ ভুঁইয়া › বিস্তারিত পোস্টঃ

ইতিহাস ফিরে ফিরে আসে!!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৩

অনেকবার কলম ছুঁতে গিয়ে হাত সরিয়ে নিয়েছি
এক একটা শব্দ লিখতে গিয়ে কেঁপে উঠেছে হাত
একবার মেলাতে গিয়ে পাঁচবার ভেবেছি
সেই সময়ের সাথে
যখন বাঁধ ভেঙ্গেছিল আন্দোলন!!!

সেই আন্দোলন আমি দেখিনি, নিজের চোখে
গল্প শুনেছি, বারবার ফিরে ফিরে সময়ের স্রোতে
সর্বনাশা সে সময়ের কথা ভেবেছি রূপকথা
কিন্তু আজ একি গল্প কথক
তুমিই কিনা দাঁড়ালে সে ভয়ংকর রাক্ষসদের কাতারে?
যখন বাঁধ ভেঙ্গেছিল মানুষের স্রোত!!!

আমি ভিতু ছেলে, বাচ্চাদের জন্য কলম চালাই
দুটো শব্দ লিখতে গিয়ে তিনবার ভাবি
কি লিখছি? বিদ্রোহী নয়তো?
ধারালো হয়ে যাচ্ছে নাতো আমার শব্দগুলো?
আমি অবাক হয়ে লক্ষ্য করি তোমাদের আচরণ!
আমার নীরব মগজ বড্ড মিল খোঁজে তখন
যখন বাঁধ ভাঙ্গা স্রোতে রাজপথ যায় আটকে!!!

যখন স্রোতের ভিড়ে সারিবদ্ধ ছাত্রদের সামনে দাড়ায়
হায়েনা বেশি ওরা কারা, ইউনিফরম গায়ে
একি চোখ বুজে থাকি, না না এ সত্যি নয়!
এতো ইতিহাস, এতো সেই ৫২ তেই খতম হয়েছে
আমার অজ্ঞাতে আমার ভীতু মস্তিষ্ক্য বলে,
ওরে বোকা!! ইতিহাস চলে যায়না, ইতিহাস ফিরে আসে
যখন বাঁধ ভাঙ্গে অধিকারের আন্দোলন!

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫১

প্রামানিক বলেছেন: চমৎকার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.