নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি রক্ত বন্যা দেখিনি কোথাও,\nদেখেছি চোখের কান্না।\nসে অশ্রু ফোটায় ম্লান হয়েছে\nহীরা, মতি, মণি, পান্না।

মোঃ জাবেদ ভুঁইয়া

আমি রক্ত বন্যা দেখিনি কোথাও, দেখেছি চোখের কান্না। সে অশ্রু ফোটায় ম্লান হয়েছে হীরা, মতি, মণি, পান্না।

মোঃ জাবেদ ভুঁইয়া › বিস্তারিত পোস্টঃ

লালন (প্রামাণ্যচিত্র)

১৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৪

লালনের এক একটা গানের অর্থ যেমন রহস্যময় ভাব ধারণ করে আছে তেমনি ব্যক্তি লালন হয়ে আছে আমাদের কাছে আরো রহস্যময়। তার জীবন সম্পর্কে যা জানা যায় তার প্রায় সবটাই লোক মুখে প্রচলিত। এইসব প্রচলিত কাহিনীর বক্তারাও কেউ কাহিনীর সত্যতা যাচাই করতে পারেনা। কেননা সবাই কারো না কারো কাছে শুনেছে।
তো এই ধোঁয়াটে ব্যাক্তি লালনের জীবন সম্পর্কে জানতে আমাদের একমাত্র বিশ্বাসযোগ্য উৎস হচ্ছে তার গান। যদিও লালন তার গানে নিজেকে সু কৌশলে এড়িয়ে গেছে কিন্তু তারপরও কিছু কিছু গান শুনে মনে হয় লালন বুঝি নিজের জীবন থেকেই বেঁধেছে এইসব গান।

আর সেই উৎসকে অবলম্বন করেই আমাদের এই প্রামাণ্য চিত্র "লালন"। শীঘ্রই আসছে...

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ

২| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৩

রাঘব বোয়াল বলেছেন: অপেক্ষায় রইলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.