![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি রক্ত বন্যা দেখিনি কোথাও, দেখেছি চোখের কান্না। সে অশ্রু ফোটায় ম্লান হয়েছে হীরা, মতি, মণি, পান্না।
ময়নামতি, লক্ষিবতি
মেঘের মত মন
সুরের লহর, প্রভাত প্রহর
পাখির আপনজন।
চুলের খোপা, রক্ত জবা
মুক্তো বেণী গড়ে
মিষ্টি ঠোটে, পদ্ম ফোটে
হাসলে আলো ঝরে।
দেহের গড়ন, চিকন বরণ
গভির মায়া মুখে
রঙ তামাটে, যায় কি তাতে
রাখলে তোমায় সুখে?
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১৭
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: শুভেচ্ছা।
৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩০
হাসান মাহবুব বলেছেন: চমৎকার।
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৫
মাহবুবুল আজাদ বলেছেন: সুন্দর