![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি রক্ত বন্যা দেখিনি কোথাও, দেখেছি চোখের কান্না। সে অশ্রু ফোটায় ম্লান হয়েছে হীরা, মতি, মণি, পান্না।
আসবে বলে এসেছ কি, বসেছ কি আমার পাশে
ভাসবে বলে ভেসেছ কি, ভেসেছ কি নীল আকাশে
হাসবে বলে হেসেছ কি, হেসেছ কি মুক্তোঝরা
ভাঙবে বলে ভেঙেছ কি, ভেঙেছ কি রুক্ষ খরা।
আজ ভেসেছি আমি একা শূন্যে
ভেঙ্গেছি যত ঝড় ঝঞ্চা
আমি হেসেছি হাসি মহা পূন্যে
করিনিতো তব প্রবঞ্চা।
শুধু মহাস্রোতে, প্রলয়ঘাতে আমায় দিও ঠাই তোমার কাছে…
আসবে বলে এসেছ কি, বসেছ কি আমার পাশে
ভাসবে বলে ভেসেছ কি, ভেসেছ কি নীল আকাশে
হাসবে বলে হেসেছ কি, হেসেছ কি মুক্তোঝরা
ভাংবে বলে ভেঙেছ কি, ভেঙেছ কি রুক্ষ খরা।
২| ২৮ শে মার্চ, ২০১৬ সকাল ৭:২৯
বিজন রয় বলেছেন: সুন্দর।
++++
৩| ২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩৩
হাসান মাহবুব বলেছেন: সুরেলা। প্রথম অংশটা বেশি ভালো লেগেছে।
©somewhere in net ltd.
১|
২৮ শে মার্চ, ২০১৬ রাত ১২:৫৪
কানিজ রিনা বলেছেন: হেইডা আবার কি গীতান্জলি পদ্য।