![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি রক্ত বন্যা দেখিনি কোথাও, দেখেছি চোখের কান্না। সে অশ্রু ফোটায় ম্লান হয়েছে হীরা, মতি, মণি, পান্না।
আমার কি আর সেইসে দিন আছে!
গোলাপ নিয়ে রোজ বিকেলে ছুটবো তোমার কাছে?
অযথা রোজ আড্ডা দেয়া এখন কি আর সাজে?
আমি যে আজ বড্ড ব্যাস্ত নানান রকম কাজে।
আমার কি আর সেইসে দিন আছে!
ইচ্ছে হলেই ডাকছ তুমি ছুটছি তোমার কাছে?
হাতের ‘পরে হাত রেখে আর যায় কি সময় খরচা ?
অর্থ কড়ি রপ্ত করি আছে অনেক করচা।
আমার কি আর সেইসে দিন আছে!
কথায় কথায় রাগলে তুমি রাগ ভাঙব যেচে?
ভালোবাসা ঠুনকো বেজায়, স্বপ্নে ভাল বাসা
গাড়ি হলে মন্দ হয়না জোড়ায় প্রানের আশা।
কি আর হবে ভেবে এসব কাঁদলে অভিমানে?
ব্যস্ত কাজে কিসব মিছে খুঁজছ অন্য মানে!
ফোন করে কে? ও ওটা কলিগ অফিসের
প্রেম করছি!! কিসব কথা! ভুল বুঝছ ফের!
©somewhere in net ltd.
১|
২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪৫
হাসান মাহবুব বলেছেন: +++