![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি রক্ত বন্যা দেখিনি কোথাও, দেখেছি চোখের কান্না। সে অশ্রু ফোটায় ম্লান হয়েছে হীরা, মতি, মণি, পান্না।
মনে রাখা কবিতারা
কাছে এসে, কথা বলে
চুপি চুপি মনে মনে। ।
জেগে থাকা সে রাতে
রেখেছিলে হাত হাতে
খুব কাছে এসে তুমি
বলেছিলে ভালবাসি।
করে কেন, মনচুরি
খেল তুমি, লুকোচুরি
চাই যত প্রাণপণে...
সরো তুমি তত কোণে।
মনে রাখা কবিতারা
কাছে এসে, কথা বলে
চুপি চুপি মনে মনে। ।
©somewhere in net ltd.
১|
২৭ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:০১
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতারা কি এমন হয় ??
সুন্দর হয়েছে .........