![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি রক্ত বন্যা দেখিনি কোথাও, দেখেছি চোখের কান্না। সে অশ্রু ফোটায় ম্লান হয়েছে হীরা, মতি, মণি, পান্না।
খুজে তারে জনম জনম
আমার জগত চারিপাশ
পেলাম খোঁজে হৃদয় মাঝে
লুকিয়ে তাহার বাস।
লুকিয়ে ছিল চুপি চুপি দেয়নি কোন সাড়া
আজ একটু খানি অনুভবে আমি আত্নহারা।
সে না হয় থাকুক ভবে, হোক রয়ে অনুভবে
তার ছোয়া পেয়ে প্রাণে, হোক না প্রাণনাশ
খোজে তারে জনম জনম
আমার জগত চারিপাশ
পেলাম খোঁজে হৃদয় মাঝে
লুকিয়ে তাহার বাস।
©somewhere in net ltd.