![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি রক্ত বন্যা দেখিনি কোথাও, দেখেছি চোখের কান্না। সে অশ্রু ফোটায় ম্লান হয়েছে হীরা, মতি, মণি, পান্না।
শীতকাল আসি আসি করছে। যদিও শহুরে মানুষ এখনও তেমনভাবে শীতের ধাপটটা টের পাননি কিন্তু গ্রামে যারা আছেন তাদের ইতোমধ্যেই শীত বাবাজি তার আগমন এর একটা বার্তা বইয়ে দিয়েছে ঠাণ্ডা হাওয়া বইয়ে। “উল্লাস” যদিও চির বসন্তের দেশ তথাপি এখানেও শীতের বুড়ি ঘুরে যায় মাঝে মাঝে। আর তাইতো উল্লাসের যারা বন্ধু তাদের জন্য কিছু না করলে হয়না। শীতে কাঁপতে কাঁপতে কাঁথার নিচে লুকিয়ে উল্লাসের কিছু গল্প আর কবিতা পড়তে তাদের নিশ্চয় মন্দ লাগবেনা।
আর তাই উল্লাস রাজ্যের রাজার নির্দেশে কোন ইচ্ছা না থাকলেও (চাকুরি যাওয়ার ভয়ে) এই সংখ্যাখানা সম্পাদনা করতে বাধ্য হলাম। বিশেষ ধন্যবাদ দেব লেখক/কবিদের যারা আলসেমি ভেঙে লেখা পাঠিয়ে আমাকে রাজার খড়গ হতে বাঁচিয়েছেন।
এইটায় উল্লাসের প্রথম সংখ্যা, সেই হিসেবে লেখার সংখ্যা ছিল বেশ কম। আর ব্যস্ততা পেরিয়ে প্রকাশ করতে সময়ও পেয়েছিলাম খুব কম। তারপরও চেষ্টা করেছি ভালো কিছু লেখা আপনাদের কাছে পৌঁছে দেয়ার জন্য।
আশা করি উল্লাস পড়ে উল্লসিত হবেন। যদি উল্লসিত না হোন তাও দয়া করে ভান করবেন। সম্পাদককে রাজার খড়গ হতে বাঁচাবেন।
ডাউনলোড করুন, অনলাইনে পড়ুন অথবা প্রিন্ট কপির অর্ডার করুনঃ http://ullash.grontha.com/view/issue/5
©somewhere in net ltd.