![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি রক্ত বন্যা দেখিনি কোথাও, দেখেছি চোখের কান্না। সে অশ্রু ফোটায় ম্লান হয়েছে হীরা, মতি, মণি, পান্না।
রুক্ষ
দূর আকাশ পানে মেঘমালা
ঘনকালো করে ছেয়ে আছে
অদ্ভুত ,বড় অদ্ভুত এখানে খরা
তীব্র তাঁপ ,আলো ঘিরে ধরেছে আমায় !
তাই চাইছি একটু বৃষ্টি
এক ফোঁটা জল ।
এই বুঝি ঐ মেঘের ডাক
ক্ষনে ক্ষনে শুনি ,এটা ভ্রান্তি
তীক্ষ্ন সূর্য রশ্নি ,পুড়িয়ে চলছে দিবারাত
তাই চাই বৃষ্টি
এক পশলা বৃষ্টি ।
চারদিকে ধূ ধূ খাঁ খাঁ বালির মাঠ
প্রজ্জলিত রোদের তাপ
গলা শুকিয়ে কাঠ ,একটু জল ..
অন্তর আত্নার আত্নি !
হে প্রভু দাও বৃষ্টি !
ঝম ঝম বৃষ্টি ।
নেই কোন কোন দিক নিশানা
অদ্ভুত রুক্ষ আর ছায়াহীন মাঠ
একলা পথিক ,হেটে চলেছি অজানায়
তীব্র তাপ পাথর দেয়ালের মত পথে আগলেছে ,
সেটা গুড়িয়ে দিতে চাই ,
তাই চাই একটু বৃষ্টি
অজর ধারার বৃষ্টি !
নীলময়ী
কালো কালো মেঘে ঢাকা
নীলময়ী বেদনায় সিক্ত
অনলে আচল লেগে ঝলসায়
কেদেকেটে হবে যেন রিক্ত।
অঝোরে নিঝুমতাকে ভেঙে
দুধারে দুটো মন ফেঁড়ে
হঠাৎ বাঁজে কোথাও বজ্রধ্বনী
নীলময়ী আসছে ,সব ছেড়ে !
রোদে পুড়ে কালো রঙে সে
আহা অমন দেহযে পুড়ে ছাই
মায়া মায়া চোখে জুড়ে সেকি হিংস্রতা
তেড়ে আসছে ,খোঁজ ঠাই !
২| ২১ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:২৫
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতায় কিছুটা অসম্পূর্ণতা রয়েছে। তবে থিম গুলো বেশ ভাল! সুন্দর!
২৩ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৪৬
মোঃ জাবেদ ভুঁইয়া বলেছেন: ধন্যবাদ। সময় হলে একটু অপূর্ণতাগুলো ধরিয়ে দিলে পরবর্তীতে এই বিষয়ে সতর্ক থাকব
৩| ২২ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৫৮
শাহরিয়ার কবীর বলেছেন: মোটামুটি লাগলো।
©somewhere in net ltd.
১|
২১ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:১১
সাইফুল মনোয়ার নিশাদ বলেছেন: ভাললাগা জানুন