![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি রক্ত বন্যা দেখিনি কোথাও, দেখেছি চোখের কান্না। সে অশ্রু ফোটায় ম্লান হয়েছে হীরা, মতি, মণি, পান্না।
আমার বেলায় দোষ?
তোমরা যে সব সকাল সাঝে
বসে লোকের বুকের মাঝে
খাচ্ছ কেবল ঘুষ?
সারাটি দিন রোদের মাঝে
দাঁড়িয়ে থেকে কষ্টে কাজে
নিলাম না হয় দু চার পয়সা
তাতেই এমন রোষ?
আমারই সব দোষ?
সেবার যখন চাকরি গেল
অনাহারে দিন পেরোল
চাইতে গেলে চাকরি বললে
মাল ছাড়ো ভাই, ধুস!
এখন আমি চাকরি পেয়ে
এর ওর কাছে চেয়ে চুয়ে
দু এক টাকা পুরলে পকেট
তাতেই হারাও হুশ?
আমার বেলায় দোষ?
বড় কর্তা হলেই বুঝি সন্মানি হয় ঘুষ?
২| ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:১৬
ধ্রুবক আলো বলেছেন: আমার বেলায় দোষ?
বড় কর্তা হলেই বুঝি সন্মানি হয় ঘুষ?
+++
বড় কর্তা হওয়ার স্বপ্ন ছাড়বেন না, দরকার হলে আপনি ব্যতিক্রম হবেন ঘুষ খাবেন না।
লেখার জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০২ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: বড় কর্তা হলেরে ভাই সন্মানি হয় ঘুষ,
তাই বলে বড় কর্তা হওয়ার লোভ ছাড়বেন না!.... কবি সাহেব।