| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোঃ জাবেদ ভুঁইয়া
আমি রক্ত বন্যা দেখিনি কোথাও, দেখেছি চোখের কান্না। সে অশ্রু ফোটায় ম্লান হয়েছে হীরা, মতি, মণি, পান্না।
মেয়ে তোমার নামটা গেছি ভুলে
মনে রাখবই বা কি করে?
তোমার অমন চাওনি আর কাজল চোখের ছলে।
বলবেনা আর? পরে?
আচ্ছা না হয় আমিই দিলাম একটা নতুন নাম
এই নামেতেই ডাকব তোমায়
আকব ছবি অংক খাতায়
আমার মনে বুঝতে যদি তোমার কত দাম।
©somewhere in net ltd.
১|
২৪ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৮
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন... শুভ কামনা।