![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি রক্ত বন্যা দেখিনি কোথাও, দেখেছি চোখের কান্না। সে অশ্রু ফোটায় ম্লান হয়েছে হীরা, মতি, মণি, পান্না।
আয় রে আয় নবীন দল
উষার আলোয় ভাসি চল
আলোর পথের আলোয় ছোয়ায়
চলরে ভাসি
চলরে হাসি
ছোঁয়ে দেখি সাদা মেঘের আকাশটাকে ..
মেঘের ভেলায় চড়ে ছুটি, কিশোর মোরা প্রাণোচ্ছল !
আয় রে আয় নবীন দল
উষার আলোয় ভাসি চল।
আমারা শিশু, কিশোর যারা
আকাশ মাঝে নবীন তারা
সে তারাদের হাতছানিতে
আমরা ছুটি
ভয়কে টুটি
পেরিয়ে জগত্ ,নক্ষত্র পথ, হাজার আলোক বর্ষ পথে ..
আলোর দেশের কিশোর দল ..
আয়রে আয় নবীন দল
উষার আলোয় ভাসি চল ।
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:০০
ধ্রুবক আলো বলেছেন: বাহ্!! বেশ চমৎকার ছন্দে ছন্দে গাথা লেখনি, ভালো লাগলো!!
শুভ কামনা...
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:০৭
আহমাদ ওয়াদুদ বলেছেন: “আমরা শিশু, কিশোর যারা
আকাশ মাঝে নবীন তারা
সে তারাদের হাতছানিতে
আমরা ছুটি
…চমৎকার!