নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি রক্ত বন্যা দেখিনি কোথাও,\nদেখেছি চোখের কান্না।\nসে অশ্রু ফোটায় ম্লান হয়েছে\nহীরা, মতি, মণি, পান্না।

মোঃ জাবেদ ভুঁইয়া

আমি রক্ত বন্যা দেখিনি কোথাও, দেখেছি চোখের কান্না। সে অশ্রু ফোটায় ম্লান হয়েছে হীরা, মতি, মণি, পান্না।

মোঃ জাবেদ ভুঁইয়া › বিস্তারিত পোস্টঃ

জলনৌকো - জলের উপর নৌকার মতো ভাসমান মানুষের গল্প

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩১


জলনৌকো, একটি গল্পগ্রন্থ যেখানে মোট ১১টি গল্পে তুলে ধরা হয়েছে জলের উপর নৌকার মতো ভাসমান মানুষের সুখ-দুঃখের গল্প।
গল্পগুলো প্রসঙ্গত একই ঘরানার হলেও সমাজের বিভিন্ন শ্রেণী, বয়স, পেশা কিংবার ধর্মের চরিত্রের চোখে সেই রোজকার গল্পই ফুটে উঠেছে অন্যভাবে।
কোন গল্প হয়তো প্রকাশ পেয়েছে গ্রামের এক দুরন্ত কিশোরের সজীব কোন স্বপ্ন, কোন গল্পে তীব্র খরায় কিংবা প্রবল বানের বিরুদ্ধে দরিদ্র কৃষকদের বেঁচে থাকার লড়াই, কোথাও গ্রামের এক অবুঝ মেয়ের গৃহবধূ হয়ে উঠার কথা আবার কোথাও বা নিরেট রুপকথার গল্পের বাঁধনে রূপকার্থে মুড়ানো মানবিকতা কিংবা মানবিক বিপর্যয়ের গল্প।
সরল কথায় ঝরঝরে শব্দের বুনোনে আমাদের গ্রাম বাংলা কিংবা শহরের কোন ঘুপচি গলিতে প্রতিনিয়ত ঘটে চলা গল্পগুলোর কয়েকটা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।
আশা করি পাঠকদের ভালো লাগবে বইটি।
বইটি প্রকাশিত হয়েছে দাঁড়িকমা প্রকাশনী থেকে ।
বইমেলায় স্টল নং ৬৬৬ :)

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৪

বিজন রয় বলেছেন: অভিনন্দন।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৪

মোঃ জাবেদ ভুঁইয়া বলেছেন: ধন্যবাদ ভাই।

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৪

শিখণ্ডী বলেছেন: অংশ বিশেষ তুলে দিলে গদ্যের শৈলী কেমন পাঠক বুঝতে পারত। শুভেচ্ছা জানবেন।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৭

মোঃ জাবেদ ভুঁইয়া বলেছেন: আমি অনেকদিন থেকেই ব্লগে লিখি। আমার ব্লগ দেখলেই আশা করি আমার লেখার ধরণ তথা 'গদ্যের শৈলী' কেমন সেটা নিয়ে পাঠক ধারণা পেয়ে যাবে :)
আপনার মতামত জানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: বইটির বহুল বিপনন কামনা সহ আপনাকে অভিনন্দন।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪০

মোঃ জাবেদ ভুঁইয়া বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ভাই :)

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫৫

মাআইপা বলেছেন: শুভ কামনা রইল।
প্রচ্ছদ খুব সুন্দর হয়েছে।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০৬

মোঃ জাবেদ ভুঁইয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে :) প্রচ্ছদ শিল্পীর কাছে আপনার প্রশংসা পৌঁছে দিয়েছি।

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৫

রাজীব নুর বলেছেন: সুন্দর।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১১

মোঃ জাবেদ ভুঁইয়া বলেছেন: ধন্যবাদ ভাই :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.