![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি রক্ত বন্যা দেখিনি কোথাও, দেখেছি চোখের কান্না। সে অশ্রু ফোটায় ম্লান হয়েছে হীরা, মতি, মণি, পান্না।
প্রিয় শিক্ষামন্ত্রী,
সকল সরকারী সার্ভিস পাওয়ার জন্য একটা করে ওয়েবসাইট আছে। কিন্তু প্রশ্নপত্র পরীক্ষার আগে প্রকাশ করে দেয়ার কোন ওয়েবসাইট নেই। এইগুলো যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে প্রকাশিত হয়। এইজন্য ফাস হওয়া প্রশ্ন পেতে অনেকের সমস্যা হয়। সুতরাং আপনার নিকট আমার আকুল আবেদন প্রশ্ন এইভাবে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে ফাস না করে একযোগে ডিজিটাল পদ্ধতিতে সরকারী ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করে পাসের হার বাড়িয়ে দেশকে শিক্ষার সাগরে ভাসিয়ে দিবেন।
বিনীত,
পরীক্ষার মাত্র কয়েক ঘন্টা আগে প্রশ্নপত্র পাওয়া একজন ছাত্র!
পুনশ্চ১ঃ কয়েক ঘন্টা আগে পেলেও হলে নকল করার পরিবেশ বিদ্যমান থাকায় সকল প্রশ্নের উত্তর দিতে পেরেছি। ওয়েবসাইটের মাধ্যমে আরো আগে পেলে আর নকলের মতো অপরাধ করা লাগতোনা। ফেসবুকে খুজে পেতে অনেক সমস্যা হয়।
পুনশ্চ২ঃ পাশ করে চাকরি পেলে আপনার উপদেশমত সহনশীল মাত্রায় ঘুষ খাব বলে কথা দিচ্ছি।
বিঃদ্রঃ উপরের সকল চরিত্র কাল্পনিক। উপরের ছাত্র, শিক্ষা ব্যবস্থা কিংবা মন্ত্রী মহাশয়ের সাথে কেউ বাংলাদেশের মিল পেলে আমি দায়ী নই।
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০১
খাঁজা বাবা বলেছেন: সময় উপযোগী দাবী। সহমত প্রকাশ করছি। আপনি এই দাবীর সমর্থনে ফেসবুকে একটা ইভেন্ট খুলতে পারেন
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৭
রাজীব নুর বলেছেন: শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে।