নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি রক্ত বন্যা দেখিনি কোথাও,\nদেখেছি চোখের কান্না।\nসে অশ্রু ফোটায় ম্লান হয়েছে\nহীরা, মতি, মণি, পান্না।

মোঃ জাবেদ ভুঁইয়া

আমি রক্ত বন্যা দেখিনি কোথাও, দেখেছি চোখের কান্না। সে অশ্রু ফোটায় ম্লান হয়েছে হীরা, মতি, মণি, পান্না।

মোঃ জাবেদ ভুঁইয়া › বিস্তারিত পোস্টঃ

আজিকে রজনী

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৭

আজিকে রজনী পোহাবো সজনী
তোমার নয়নে চাহিয়া
কাজল কেশের বিহল আবেশে
হৃদয় উঠিবে জাগিয়া।

এসো গো প্রিয়া জুড়াবো হিয়া
হারায়ে প্রেমের পবনে
জোছনা বিহার রচিয়া বাসরে
রহিব তোমাতে মগনে।

কপোল তিলকে ছোঁয়াতে পুলকে
মুদিলে দিঠি গো সলাজে।
কাঁপিত চঞ্চু আঁচল পাতিয়া
ডাকিছে মিশিতে তার মাঝে।

এমন রজনী যেন গো সজনী
পোহায়েনা যায় অবেলায়
তোমার মোহনে রহিব মোহিয়া
শিউলি ফুলের মালিকায়!

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩০

সৈয়দ ইসলাম বলেছেন: কবিতা ভালই হয়েছে। তবে আধুনিক যুগে প্রতিষ্ঠা পেতে হলে আধুনিক শব্দযোগে লেখলে ভাল হত হয়তো B:-/

শুভকামনা থাকলো।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৭

মোঃ জাবেদ ভুঁইয়া বলেছেন: "প্রতিষ্ঠা"র দরকার নেই। যা ভালো লাগে তাই লিখি :D পড়ার জন্য এবং মতামত জানানোর জন্য অনেক ধন্যবাদ।

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৯

সৈয়দ ইসলাম বলেছেন: আমি আসলে কবিতার প্রতিষ্ঠার কথা বুঝাতে চাচ্ছিলাম

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৬

মোঃ জাবেদ ভুঁইয়া বলেছেন: আচ্ছা ভাই, চেষ্টা করব তাহলে :)

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৮

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৬

মোঃ জাবেদ ভুঁইয়া বলেছেন: ধন্যবাদ :)

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৯

নূর-ই-হাফসা বলেছেন: দারুন লিখেছেন

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪৩

মোঃ জাবেদ ভুঁইয়া বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.