নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি রক্ত বন্যা দেখিনি কোথাও,\nদেখেছি চোখের কান্না।\nসে অশ্রু ফোটায় ম্লান হয়েছে\nহীরা, মতি, মণি, পান্না।

মোঃ জাবেদ ভুঁইয়া

আমি রক্ত বন্যা দেখিনি কোথাও, দেখেছি চোখের কান্না। সে অশ্রু ফোটায় ম্লান হয়েছে হীরা, মতি, মণি, পান্না।

মোঃ জাবেদ ভুঁইয়া › বিস্তারিত পোস্টঃ

খাঁচা

০৩ রা মার্চ, ২০২১ বিকাল ৫:১৬

মানুষ মারার রাজনীতিটা রপ্ত এবার ভীষণ আমার
কার পিতা কে, দেশটা তাদের, বশ নিয়েছে তাই ক্ষমতার
চুপ করে রও মানুষ হলে, পাগল যদি তবেই বলো
জানের মায়া চুলোয় দিয়ে, কাফন হাতে সঙ্গে চলো
মজায় আছি, দেখছি সবি, কদর যতই আগাছাই হোক,
বিপ্লবীরা ভীষণ পাজি, আমরাতো তাই পা চাটা লোক।
বাপটা ছিল বড্ড বোকা, জেলে খেটেছে দেশ বাঁচাতে
তাঁকে বেচেই খাচ্ছি এখন, দেশটা পুরে সেই খাঁচাতে।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:১৫

রাজীব নুর বলেছেন: ভালো কবিতা।

২| ০৩ রা মার্চ, ২০২১ রাত ১০:৪১

শায়মা বলেছেন: পর পর ৩ টা কবিতায় আজ বাঁচা মরা নিয়ে।

সবাই এত বাঁচা মরা নিয়ে লিখছে কেনো ভাইয়া?

৩| ০৪ ঠা মার্চ, ২০২১ দুপুর ১:৫৭

মেহেদি_হাসান. বলেছেন: চমৎকার কবিতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.