নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবাসী মন!
আমি বাবা মায়ের শত আদরের মেয়ে
আমি বড় হই সকলের ভালোবাসা নিয়ে,
আমার দুচোখে অনেক স্বপ্ন থাকে
আমি পড়ালেখা শিখতে চাই।
যদি চার দেয়ালের মাঝে কাটে সারা জীবন
তাহলে থাকব শুধু বোঝা হয়ে,
শিক্ষা আমায় মুক্তি দেবে, মুক্তি দেবে...
আমি তো কালকের খুশি আর আশা
আমারও তো সাধ আছে, আছে অভিলাষা
ঘরে বেঁধে রেখো না, নিয়ে যাও এগিয়ে...
আমি বাবা মায়ের শত আদরের মেয়ে
আমি বড় হই, সকলের ভালোবাসা নিয়ে
আমার দুচোখে অনেক স্বপ্ন থাকে
আমি পড়ালেখা শিখতে চাই।
প্রিয় ব্লগার ভাই ও বোনেরা আপনাদের মনে আছে কি এই গানটার কথা?
এই সেই "মীনা" কার্টুনের নস্টালজিক গানটি! আমি একজন গান পাগলা হিসাবে আমার কাছে সব ধরণের গানেই ভালো লাগে
আজ ২৪ সেপ্টেম্বর সারা দেশের মতো বাংলাদেশেও 'মীনা দিবস' পালিত হচ্ছে। আসলে মীনার এই কার্টুন'টার সম্পর্কে বেশী কিছু বলবো না, শুধু এইটুকু বলবো সেই ছোটকালে বিটিভিতে এই মীনা কার্টুন দেখে অনেক কিছু শিক্ষা পেয়েছি, এবং বেশ ভালো লাগতো এই মিনা কার্টুনটা, অবশ্যই এখন বড় হয়েছি, তাতেও কিন্তু সেই এখনো ছোটকালের মত মীনা দেখি।
শুধু এতটুকু পাথক্য আগে দেখলাম বিটিভিতে আর এখন দেখি ইউটুবে। কিন্তু এখন আর সেই ছোটকালের মত মজা পাই না!
পরিশেষে...
মীনা দিবসে 'মীনা' ও সকল শিশুদের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল
২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১৬
চাটগাইয়া জাবেদ বলেছেন: অনেক ধন্যবাদ, প্রয়োজনে আপনার দুয়ারে গিয়া হাজির হমু
©somewhere in net ltd.
১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০১
লিরিকস বলেছেন: মীনা দিবসে 'মীনা' ও সকল শিশুদের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল
এই গান বিষয়ে কোন তথ্য লাগলে বা আমাকে আপডেট দিতে চাইলে এটা দেখতে পারেন।
শুভেচ্ছা।