নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ!

বহু বছর ধরে প্রবাসে দিন কাটাচ্ছি

চাটগাইয়া জাবেদ

প্রবাসী মন!

চাটগাইয়া জাবেদ › বিস্তারিত পোস্টঃ

মরার সর্দি, মরার ঘুম!

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩১

কেমন করে সর্দির মত এত তুচ্ছ একটা রোগ বারবার ফিরে আসে নিজেও জানি না :/

হঠাৎ করে গতকাল রাত থেকেই ভীষণ সর্দি লাগছে, গলাও খুবই ব্যাথা! রাতে ফ্রিজ থেকে ক্লোড ক্লোড ঠান্ডা পানি নিয়ে ঢোক ঢোক করে চালান করে দিলাম :D

‪ আর এখন তা বারোটা বাজাচ্ছে! সত্যিই বিষে‬ বিষ ক্ষয়!

গতকাল শুধু সর্দি ছিল, কাশি ছিল না, আজ সকালে ঘুম থেকে উঠে দেখি চরমভাবে সর্দি কাশি দুইটায় লাগছে। আমি সাধারণত সর্দি হলে ডাক্তার কিংবা ঔষধ খাইনা।

কিন্তু আজ ভালো লাগছে না বলে আমাদের ক্যাম্পের মেডিক্যালের বাঙালী ডাক্তার সাহেব এর কাছে গেলাম, তিনি আমাকে বাংলাদেশী একটা সিরাপ দিছে, রুমে আইসা এক ছবক খাইলাম, দিলাম ঘুম, ঘণ্টাখানেক পর ঘুম থেকে উঠে আবার এক চামচ খাইলাম আবার ঘুম X((

এভাবে যতবার খাই ততবার ঘুম আসে, এক কথায় সেই সিরাপটা খাইলে খালি ঘুম আসে! ঘুম থেইক্যা উইঠ্যা এদিক ওদিক চাইয়্যা আবার ঘুমাই। দিন রাইত সব সমান হইয়্যা গেছে। আজকের পুরো দিনটাই ঘুমের মধ্যে অলসতায় কাটাইলাম X(


মরার সর্দি, মরার ঘুম, আর ভালো লাগে না, ইচ্ছে কৈরে ‪গুম‬ হইয়া যায়...!

প্রিয় ব্লগার ভাইয়েরা, আমারে কেউ আবুধাবি টু নারায়ণগঞ্জ এর বিমান টিকেট দিবেন? আমি আর এইখানে থাকতে চাই না, আমি গুম হইবার চাই ;)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.