নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবাসী মন!
পুলিশের বিষয়টি অন্য সবার চেয়েও বেশি নজরে আসে, কারন তাদের হাতে লাঠি ও অস্ত্র থাকে বলে। এই লাঠির কারনে পুলিশ মূলত লাঠিয়াল
পুলিশ মানেই সাধারণত হাতে বন্দুক নিয়ে কঠিন স্বভাবের কোন মানুষের প্রতিচ্ছবি মনে গাঁথা থাকাটাই স্বাভাবিক।
তবে একি দেখলাম!
আজকে পুলিশের চিরাচরিত এ ছবিই যেন বদলে গেল আমাদের চট্টলাবাসীর কাছে। আজকে নগরীর রাস্তায় ঝাড়ু হাতে দেখা গেলো নগর পুলিশের (সিএমপি) উর্ধ্বতন কর্মকর্তা থেকে অধস্তনদের। বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে সড়কে ময়লা পরিষ্কার করেছেন তারা।
আমরা বসে আছি কেন?
আসুন না আমরাও একে অপরের হাতে হাত রেখে নিজ শহর ও মনকে পরিস্কার করি। তাহলেই পরিবর্তন আসবেই আমাদের বাংলাদেশের।
আসুন সারাদেশে এই অভিযানে আমরাও অংশগ্রহণ করি। পরিষ্কার করতে না পারলেও অন্তত যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলি এবং অন্যকে নিরুৎসাহিত করি
"স্যালুট" বিডি পুলিশ কে,
আজকের এই কাজে স্যালুট না জানিয়ে পারলাম না
ছবিঃ বাংলানিউজ২৪ থেকে...
২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:১৫
চাটগাইয়া জাবেদ বলেছেন: এ ধরনের কাজ বার বার করে উদাহরন সৃষ্টি করা উচিত। লোক বা মিডিয়া দেখানো যেন না হয়।
হ্যাঁ, আপনার সাথে সহমত,
তবে আজকের চিত্রটা ছিল ভিন্ন, তারা কাউকে কিছুই না বলেই হঠাৎ এই কাজে নেমে পড়ে
২| ২৫ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:২৫
আলম৪৩৪ বলেছেন: চট্টগ্রামের কোথায়?
আমাদের সকলের উচিত অন্তত নিজেদের আশেপাশে পরিস্কার করা বা রাখা
২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১:১২
চাটগাইয়া জাবেদ বলেছেন: এই অভিযান নগরীর বিভিন্ন থানা, ডিবি এসবি ও ট্রাফিকের ১ হাজার পুলিশ সদস্য অংশ নেন,
প্রথমদিনে শুক্রবার সকাল ১০ টায় জমিতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গনে থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় পরিচ্ছন্নতা এই অভিযান। তারপর মোহাম্মাদ আলী সড়কের প্রবেশ মুখী থেকে ইস্পাহানী মোড় এবং সেখান থেকে কাজীর দেউড়ি হয়ে আলমাস সিনেমা হল পর্যন্ত সড়ক ও ফুটপাতের ময়লা পরিস্কার করেছিলো।
এই মন মানসিকতা দেখে খুশীতে মনটা ভরে গেল! বিডি পুলিশের প্রতি ঘৃণাটা সব সময় থাকলেও আজকে স্যালুট না জানিয়ে পারলাম না।
হ্যাঁ, ঠিক বলেছেন, আমাদের সকলের উচিত অন্তত নিজেদের আশেপাশে পরিস্কার করা বা রাখা।
©somewhere in net ltd.
১| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:০২
ফেরদাউস আল আমিন বলেছেন: এ ধরনের কাজ বার বার করে উদাহরন সৃষ্টি করা উচিত। লোক বা মিডিয়া দেখানো যেন না হয়।