নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ!

বহু বছর ধরে প্রবাসে দিন কাটাচ্ছি

চাটগাইয়া জাবেদ

প্রবাসী মন!

চাটগাইয়া জাবেদ › বিস্তারিত পোস্টঃ

ঘরের মাঠে এল ক্লাসিকো জিতল রিয়াল মাদ্রিদ

২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৪৪

ঘরের মাঠে এল ক্লাসিকো
জিতল কে ?

কে জিতছে আমারে জিগান ক্যান?
খেলা দেখেন নাই?
যান কইমু না!


অভিনন্দন....
রিয়াল মাদ্রিদ :)

খেলার ফলাফল
ফুল টাইম,
রিয়াল ৩-১ বার্সা

ম্যাচের শুরু থেকে ১ গোল করে বার্সা সমর্থকরা একটু বেশিই উত্তেজিত ছিল। পরপর দুইডা গোল করে তাদের সকল উত্তেজনা থামিয়ে দেন বস রোনালদো B-)

বার্সার সমর্থকরা হয়ত বসের সেই উক্তিটি ভুলে গিয়েছিল...
"তোমাদের ভালোবাসা আমাকে শক্তিশালী করে, আর তোমাদের ঘৃনা আমাকে করে অপ্রতিরোধ্য" :P

শেষ সময়ে, ডি বক্সের থেকে একটু দূরে ফ্রি কিক পেয়েছিল বার্সা তবে গোলে পরিণত করতে পারেননি মেসি। দুঃখ লাগতাছে বার্সা তাদের মানের খেলা খেলতে পারেনি! কোন গোল না খাওয়া বার্সা কিপারকে আজকে ৩টা গোল হজম করতে হল!

আহা' রে,
আবেগে কান্দন চইলা আইতেছে :((

অন্যদিকে বস রোনালদোর রিয়াল প্রথমে বেশী ভালো না খেলতে পারলেও পরে দূদার্ন্ত খেলেছে।
কথায় আছে না...
ওস্তাদের মাইর শেষ রাইতে ;)

মেসি সুয়ারেজদের আজকে নিষ্প্রভ দেখা গেছে। মেসি একটা সুবর্ন সুযোগ মিস করেছেন। অবশ্যই খেলাতে ক্যামেরার সামনে তেমন দেখাও মিলে নাই! বস রোনালদোর দারুন খেলে গোল করে রিয়ালকে জিতিয়ে দিছে, তাতে বস এর সম্পর্কে আর কিছু না বললেই চলে :)

আফসুস, খেলার শেষ সময়েও বার্সারা জান পরান দিয়া চেষ্টা করে গেছিল কিন্তু না, কোন গোল দেওয়ার সুযোগ তারা পাইলো না!

বিঃ দ্রঃ ক্লাব ফুটবল নিয়ে এইটাই আমার প্রথম লেখা, তো কে কোন দলকে সমর্থন করেন জানাইয়া যাবেন।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৫৪

এমএম মিন্টু বলেছেন: :) ;)

২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১:২০

চাটগাইয়া জাবেদ বলেছেন: মিন্টু ভাই, হাসি দেখে মনে হচ্ছে আপ্নে রিয়াল :D

ঠিক ধরলাম তো?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.