নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবাসী মন!
ছবির যে মানুষটা দেখছেন তিনি শাহজাহান!
আরে না, সম্রাট শাহজাহান নয়, তবে সম্রাট শাহজাহানের মত হতে চাই তিনি। আর বদলে দিতে চান পুরো দেশকে!
বাড়ি ব্রাক্ষণবাড়িয়া, চট্টগ্রাম শহরে এসেছেন প্রায় ৪০ বছর হয়ে গেল। ৩ ছেলে, দুই মেয়েকে নিয়েই তার সংসার। ছেলেরা সবাই কর্মজীবী, মেয়েরা স্কুলে পড়ে। বড় মেয়ে এইবার এসএসসি পরীক্ষা দিবে, ছোট মেয়ে সবে সপ্তম শ্রেণীতে পড়ে।
স্বপ্ন দেখেন মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করে বিয়ে দিবেন। ছেলেরা রোজগার করে তবুও এই বয়সে কেন রিকশা চালায় জানতে চাইলে তিনি বলেন-
"অন্যের ঘাড়ে বসে আমি খাইতে চাইনা, যতদিন গায়ে শক্তি আছে নিজের পেট নিজে চালামু"
বাহ, তা মাথায় কেন হেলমেট?
জবাবে হাসির সাথে বলল- অটোরিকশা চালালে ড্রাইভাররা বেশি নিরাপদ না, দূর্ঘটনায় পড়লে আহত হতে হয়। তাই সুরক্ষার জন্য এইডা পরছি।
আসলে শুধু অটোরিকশা নয় সে চায় সবাই যেন এইভাবে সচেতন হয়। অনেকে এই রিকশা চালক শাহজানের হেলমেট পরা দেখে হাসাহাসি করে, তবুও শাহজাহান দমে যায়নি!
পরে সে আবার বলে, যেখানে সেখানে কেন পার্কিং করে লোকজন! যানজট এর জন্য অবৈধ পার্কিং দায়ী।
যতক্ষণ তাঁর গাড়িতে ছিলাম অবাক হয়ে মুগ্ধ হয়ে শুনেছি। এমন দেশপ্রমিক তো দরকার আমাদের যারা সংগ্রাম করে বদলে যাওয়ার স্বপ্ন দেখেন!
এই সব কি দেশ প্রেমের পর্যায় পড়ে না? আর আমরা কি এই শাহাজান এর কাছ থেকেই কি এই শিক্ষা নিতে পারি না?
স্যালুট শাহাজান মিয়া...
©somewhere in net ltd.