নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ!

বহু বছর ধরে প্রবাসে দিন কাটাচ্ছি

চাটগাইয়া জাবেদ

প্রবাসী মন!

চাটগাইয়া জাবেদ › বিস্তারিত পোস্টঃ

শুভ জন্মদিন! প্রিয় হুমায়ূন আহমেদের জন্মদিনে আমার স্মরণীয় বিখ্যাত কিছু উক্তি!

১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৩৩

আজ এই মহান বাণীর জন্মদাতা, জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ এর ৬৭ তম জন্মদিন।

শুভ জন্মদিন :)

তিনি তার লেখার মধ্যেই পাঠকের হৃদয়েই হুমায়ূন বেঁচে ছিল/আছে/থাকবে চিরকাল!

#আমরা মানুষের জটিলতা দেখে অভ্যস্ত, সারল্যকে আমরা ভয় করি। কারো ভেতরে ঐ ব্যাপারটি দেখলে থমকে যাই, এবং আমাদের মনের একটি অংশ বলতে থাকে নিশ্চয়ই কোন একটা রহস্য আছে।
-নবনী, হুমায়ূন আহমেদ

#আমরা কি করব না করব সবই পূর্ব-নির্ধারিত। কি হবে চিন্তা করে? নিয়তির হাতে সব ছেড়ে-ছুড়ে দিয়ে অপেক্ষা করাই ভালো।
আমি অপেক্ষা করি।
-এই আমি, হুমায়ূন আহমেদ

#সব মানুষের মধ্যে একটা ইষ্টিশন থাকে। সেই ইষ্টিশনের সিগন্যাল ডাউন করা। ইষ্টিশনে সবুজ বাতি জ্বলছে। আনন্দময় ট্রেনের জন্যে অপেক্ষা। কারো কারো ষ্টেশনে ট্রেন সত্যি সত্যি এসে থাকে। কারো কারো ষ্টেশনে আসে ঠিকই, কিন্তু মেলট্রেন বলে থামে না। ঝড়ের মতো উড়ে চলে যায়।
-ইষ্টিশন; হুমায়ূন আহমেদ

#সব সৌন্দর্যে ব্যাখ্যাতীত কিছু ব্যাপার থাকে। রবীন্দ্রনাথ ব্যাপারটা বুঝেছিলেন বলেই ব্যাখ্যায় না গিয়ে বলেছেন- বাজিল বুকে সুখের মতো ব্যথা।
-আজ হিমুর বিয়ে; হুমায়ূন আহমেদ

#তুমি যদি কাউকে হাসাতে পার, সে তোমাকে বিশ্বাস করবে. সে তোমাকে পছন্দও করতে শুরু করবে!
- হুমায়ুন আহমেদ

#বিপদ যখন আসে একটার পর একটা আসে। বিপদরা পাঁচ ভাই বোন। এদের মধ্যে খুব মিল। এই ভাইবোনরা কখনো একা কারো কাছে যায় না। প্রথম একজন যায়, তারপর অন্য ভাইবোনেরা উপস্থিত হয়।
-হুমায়ূন আহমেদ

#তুমি একটা খারাপ কাজ করেছো তার মানে তুমি একজন মানুষ, তুমি সেই খারাপ কাজটার জন্য অনুতপ্ত তার মানে তুমি একজন ভাল মানুষ।
- হুমায়ূন আহমেদ

#আমি গাছের গায়ে হাত রেখে বললাম, বৃক্ষ তুমি ভালো থেকো। বৃক্ষ নরম কিন্তু স্পষ্ট স্বরে বলল,হিমু তুমিও ভালো থেকো।ভালো থাকুক তোমার বন্ধুরা। ভালো থাকুক সমগ্র মানবজাতি।
-চলে যায় বসন্তের দিন" -হুমায়ূন আহমেদ

#অভিমানের পাল্লা কে কখনো ভারী হতে দিওনা। কারন অভিমানের পাল্লা ভারী হলে সেটা রাগে পরিনত হয়। তখন সাজানো সম্পর্কও এক নিমিষে নষ্ট হয়ে যায়।
-হুমায়ুন আহমেদ

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.