নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ!

বহু বছর ধরে প্রবাসে দিন কাটাচ্ছি

চাটগাইয়া জাবেদ

প্রবাসী মন!

চাটগাইয়া জাবেদ › বিস্তারিত পোস্টঃ

প্রস্তুত যদি থাকে দুইজন রক্তদাতা, থাকবে গর্ভবতী মায়ের প্রাণের নিশ্চয়তা! (প্লিজ সবার সর্বোচ্চ শেয়ার আশা করছি)

১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৭

"প্রস্তুত যদি থাকে দুইজন রক্তদাতা,
থাকবে গর্ভবতী মায়ের প্রাণের নিশ্চয়তা"

[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/jabedctg007/11-2014/jabedctg007_174909432054662f767aabc7.58092728_tiny.jpg

শতকরা ৭০ ভাগ গর্ভবতী মায়ের সন্তান জন্মদানের সময় রক্তের প্রয়োজন হয়... এবং অনেক গর্ভবতী প্রয়োজনীয় রক্তের অভাবে মারা যায়...
তাই মনে করে আগে থেকেই ২ জন রক্তদাতা খুজে রাখুন... বন্ধুবান্ধব এবং পরিচিত রক্তদাতাদের সবসময় প্রস্তুত থাকতে বলুন যেন গর্ভবতীর যেকোনো শারীরিক জটিলতায় উনারাই প্রথম এগিয়ে আসতে পারে...

আমরা www.DonateBloodBD.com , রক্ত দিন, জীবন বাঁচান এবং Call For Blood পেইজের পক্ষ থেকে উদ্যোগ নিয়েছি, আমাদের সকল ভলান্টিয়ার, শুভাকাঙ্ক্ষী এবং সমাজ সেবক সবাই একসাথে কাজে নেমে আসুন। রক্তদানে সচেতনতা বৃদ্ধিতে আপনাদের সাহায্য পাবো আশা করি :)

সারা বাংলাদেশ জুড়ে একসাথে সচেতনতা সৃষ্টি হোক। ৬৪ জেলার আনাচে কানাচে, গর্ভবতী রোগীর জন্য আগে থেকেই রক্তদাতা খুঁজে রাখুন - এই সচেতনতা গড়ে তুলি সারা বাংলাদেশে...

কি করতে হবে সকল ভলান্টিয়ার, শুভাকাঙ্ক্ষী এবং সমাজ সেবকদের?

অনলাইনেঃ
সর্বোচ্চ শেয়ার করুন এই ছবিটি যেন এই ছবিটি দেখে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হয়। এই ছবিটি মুলত ফেইসবুকে, ব্লগে ছড়িয়ে দিন... এই পোস্ট শেয়ার করে, কিংবা ছবিটি প্রোফাইল থেকে আপলোড করে কিংবা বিভিন্ন পেইজে পোস্ট করে, যেভাবে যেভাবে সম্ভব, সবভাবে ছড়িয়ে দিন।

অফলাইনেঃ

১) এই ছবিটি A4 কাগজে প্রিন্ট করুন... আপনার সাধ্যমত যত কপি সম্ভব ফটোকপি করুন... (সবার সুবিধার্থে ছবিটি সাদাকালো করা হয়েছে)

২) নিচের বিভিন্ন জায়গার দেয়ালে ছবি লাগিয়ে দিনঃ
- বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারের গেইটে
- প্যাথলজি বিভাগের সামনে
- বিভিন্ন ডাক্তার (বিশেষ করে গাইনী ডাক্তার) -দের চেম্বারের নোটিস বোর্ড...

৩) ফার্মেসীর ভেতরে নোটিশে বা বাইরের দেয়ালে লাগানোর ব্যবস্থা করুন...

৪) ডাক্তারদের অনুরোধ করুন যেন উনারা গর্ভবতী মায়েদের আগে থেকে জানিয়ে দেন রক্তদাতা খুঁজে রাখার জন্য...


সচেতনতা তৈরি হলে বাংলাদেশে আর কোনো গর্ভবতী মা রক্তের অভাবে মারা যাবে না -ইনশাআল্লাহ...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.