নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ!

বহু বছর ধরে প্রবাসে দিন কাটাচ্ছি

চাটগাইয়া জাবেদ

প্রবাসী মন!

চাটগাইয়া জাবেদ › বিস্তারিত পোস্টঃ

সাকিব আল হাসান'কে ৬ মাসের জন্য "ব্যানড ফ্রম দ্যা ম্যাচেস" ঘোষণা করার জোর দাবী জানাচ্ছি!

২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৬

টেস্ট সিরিজের পর রঙিন পোশাকের ক্রিকেটেও দাপুটে মেজাজে বাংলার টাইগাররা। জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপূণ্যে ৮৭ রানের বড় জয় দিয়ে সিরিজ শুরু করেছে সোনার বাংলার দামাল ছেলেরা B-)

অভিনন্দন টাইগার্স!
সেই সাথে অনেক অনেক শুভ কামনা রইল!

জিম্বাবুয়ে ও বাংলাদেশ ক্রিকেটের মধ্যে মূল পার্থক্য রেখার নাম একজনই। যিনি দলের প্রয়োজনে ব্যাট হাতে দাঁড়িয়ে যেতে পারেন বীরের মতো। আবার ভূমিকা বদলে বল ঘুরিয়ে প্রতিপক্ষকে উইকেটে তটস্থও করতে পারেন, আর সেটা দলের প্রয়োজনের সময়েই। তিনি প্রতিপক্ষের উইকেট সংগ্রহ করতে পারেন একেবারে মুড়ি-মুড়কির মতো!

কে সেই বীর?
কে আবার! ওই যে বাংলার বাঘ "সাকিব আল হাসান"
সাকিব আল হাসান বাংলাদেশের মান :D

এবার আসি সাকিবের প্রসঙ্গে,
ফরম্যাট বদলালেও দুর্ভাগ্যের শর্বরী বদলাইতে দেয় নাই জিম্বাবুয়ানগো। কারণ আমাদের টাইগার সাকিব যে অপ্রতিরোধ্য, জিম্বাবুয়েকে ধরাশায়ী তো হতেই হবে B-)

- অবিসংবাদিত ভাবেই ম্যান অফ দ্য ম্যাচ হন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান (১০১ রান ও ৪ উইকেট)।

সাকিব আজ অসাম দুইটি আন্তর্জাতিক রেকর্ড ও একটি দেশীয় রেকর্ড করেন....

#রেকর্ড নাম্বার এক,
দ্বাদর্শ প্লেয়ার হিসেবে সাকিব এক ম্যাচে ব্যাটিং এ সেঞ্চুরী ও বোলিং এ চার উইকেট নেয়।

#রেকর্ড নাম্বার দুই,
সাকিব হলেন চতুর্থ ক্রিকেটার যিনি দেশের মাটিতে দুই হাজার রান ও এক শত উইকেট অর্জন করেন।
#দেশীয় রেকর্ড,
মুশীর সাথে ৫ উইকেটে সর্বাদিক রানের জুটি।
#স্টেডিয়ামে রেকর্ড,
সাকিব একমাত্র বাংলাদেশি প্লেয়ার যে এই স্টেডিয়ামে ওডিআই ম্যাচে সেঞ্চুরী করেন And সাকিব আল হাসান এই মুহুর্তে বাংলাদেশি প্লেয়ারদের মধ্যে সব চেয়ে বেশী রান গড়ের মালিক!

বিশেষজ্ঞ মন্তব্যঃ জিম্বাবুয়ে একটা দুর্বল দল। ঠমরা কালা বুগ না। সাকিব সি গ্রেড প্লেয়ার।

এক কথায় বলবো,
আসলে বাংলাদেশের ক্রিকেটের জন্য সব রোগের ‘মহাষৌধ’ সাকিব আল হাসান :)

"ম্যান অব দ্যা ম্যাচ" ও বাংলাদেশকে জয় করার অপরাধে আমি "সাকিব আল হাসান"কে ৬ মাসের জন্য "ব্যানড ফ্রম দ্যা ম্যাচেস" ঘোষণা করার জোর দাবী জানাচ্ছি বিবিসির কাছে!

বিঃ দ্রঃ- সাকিবকে "ব্যানড ফ্রম দ্যা ম্যাচেস" ঘোষণা করার দাবী জানানোর জন্য সকল ব্লগার ভাই-বোনদের কাছে বিশেষ অনুরোধ রহিয়াছে :P

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.