নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবাসী মন!
আজ থেকে আরও ১২/১৫ বছর পর ছেলেরা চাকরীর ইন্টারভিউয়ে যাওয়ার পরে...
আপনার নাম কি ?
~আরিফ দ্য গোল্ডেন এ প্লাস!
- এইটা কি আপনার নাম ? অদ্ভুত !
~ অদ্ভুত না স্যার আরিফ দ্য গোল্ডেন এ প্লাস আমার নাম।
- হুম বুঝলাম। তো পিএসসিতে জিপিএ কত ?
~ গোল্ডেন এ প্লাস স্যার ( মুচকি ভাব নিয়ে )
- গুড, জেএসসি তে জিপিএ কত ?
~ এইতো গোল্ডেন এ প্লাস... ( ভাব একটু বেশি নিয়ে )
- ভেরি গুড ! আচ্ছা এসএসসিতে জিপিএ কত ?
~ সেইম ম্যান গোল্ডেন এ প্লাস ( একটু ভাবের পরিমান বাড়িয়ে )
- ওয়াও ভেরি গুড, আর এইচএসসিতে কি ছিল ?
~ সেইম ম্যান সেইম, গোল্ডেন এ প্লাস ( এইবার একেবারে পায়ের উপর পা তুলে! )
- রিয়েলি আইয়্যেম ইমপ্রেসড। আচ্ছা তো অনার্স কোনটা ঢাবি নাকি জাবি না অন্য কোনটা ?
~ আসলে অনার্স কমপ্লিট করেছি আমাদের বাসার ছাদের উপর যে প্রাইভেট ইউনিভার্সিটি আছে, নাম " গো-ইউ " ওইটা থেকে স্যার
- গো- ইউ মানে কি ? আর পাবলিকে চান্স পাননাই কেন ?
~ গো মানে গোল্ডেন এ প্লাস আর ইউ মানে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। স্যার পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসিতে আগের রাতে সাজেশন পেয়েছিলাম নেট থেকে কিন্তু ঢাবিতে পরীক্ষার আগের দিন সাজেশন পাইনাই ওইদিন সার্ভারে সমস্যার জন্য দেশে নেট কানেকশন অফ ছিল
- ওহ মাই গড....! আচ্ছা এইবার বলুন সাত জন বীর শ্রেষ্টের নাম বলুন...?
~ এইটা কোন ব্যাপার হল ?
লেঃ কর্নেল শেখ মুজিব, মেজর জিয়া, কর্নেল হুসাইন মুহাম্মদ এরশাদ, ক্যাপ্টেন বিশ্বজিৎ কর্মকার, লেঃ জেনারেল ইমরান এইচ সরকার, মেজর শাইখ সিরাজ,
স্যার আরেকজনের নাম কারেন্টলি মনে আসছে না, মেবি আরিফ আর হোসাইন!
~ এরা কারা ? বীর শ্রেষ্ঠ ?
- জ্বী, স্যার
স্যার, হার্ট এট্যাক করলেন ( ICU তে ভর্তি করা হয়েছে )
সাজেশন নামক প্রশ্নপত্র পেয়ে পরিক্ষা দিলে এরচেয়ে ভালো কিছু আশা করা বোকামি ছাড়া আর কিছুই নয়!
২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ১:১২
চাটগাইয়া জাবেদ বলেছেন: আপু, হাসি শরীরের জন্য উপকারী, বেশী করে হাসুন
বলেছেন, এই প্রহসন পড়ে যদি কারো কিছু শিক্ষা হয়। সেই দোয়াই করি।
২| ২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ১:৪১
সুমাইয়া আলো বলেছেন: হাসিতেই আছি
২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১:৪৭
চাটগাইয়া জাবেদ বলেছেন: আপনার হাসিতে সত্যি আলো আছে
অবিরত হাসতে থাকুন, দেশকে আলোকিত করুন
৩| ২৬ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:২৫
আমিনুর রহমান বলেছেন:
২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১:৪৯
চাটগাইয়া জাবেদ বলেছেন: কোন কথা নয়, শুধু হাসি আর হাসি
৪| ২৬ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:১৫
মাটি আমার মা বলেছেন: কঠিন হাসির, কিন্তু বাস্তব।
২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১:৫২
চাটগাইয়া জাবেদ বলেছেন: মাটি আমার মা, বলেছেন, "কঠিন হাসির, কিন্তু বাস্তব"
হুম, বাস্তব বর্তমান হাসির পাত্র হয়!
৫| ২৬ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৫
সুমন কর বলেছেন: চমৎকার কিন্তু বাস্তব !!!
বেশ লিখেছেন।
২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১:৫৬
চাটগাইয়া জাবেদ বলেছেন: চমৎকার কিন্তু বাস্তব!!!
আপনার মন্তব্যখানাও চমৎকার কিন্তু বাস্তব
৬| ২৬ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:০৬
সাইফুর রহমান পায়েল বলেছেন: গো ইউ টা দারুন। পুরো লেখাটাি দারুন।
++++++++++
২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৬
চাটগাইয়া জাবেদ বলেছেন: ধন্যবাদ,
এত্ত গুলা প্লাস না দিয়া একটা গোল্ডেন এপ্লাস দিবার পারতেন
৭| ২৬ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:০৭
অশ্রুত প্রহর বলেছেন: হা হা হা!! দারুণ লাগল...
কিন্তু মনে এভাবেই চলবে অনন্তকাল। :-)
২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৭
চাটগাইয়া জাবেদ বলেছেন: আমারও তাই মনে হয়!
৮| ২৬ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪৩
সোহানী বলেছেন: হাহাহাহাহাহা........ এটাই সত্য এখন.......
২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১:৫৪
চাটগাইয়া জাবেদ বলেছেন: আপনার হাসিটাতেই আপনিও গোল্ডেন এ প্লাস পেতে দেরী নাই, এটাই সত্য এখন
৯| ২৬ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫২
¯^cœwejvmx বলেছেন: ভাল লাগলো
২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৯
চাটগাইয়া জাবেদ বলেছেন: আপনার ভালো লাগছে শুনে আমারও ভালো লাগলো
১০| ২৬ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩১
তামান্না তাবাসসুম বলেছেন: এখন আর সাজেশনেও হয় নাহ, আগের রাতে প্রশ্ন পেতে হয়। ধিক্কার আমাদের শিক্ষা ব্যবস্থার।
২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৭
চাটগাইয়া জাবেদ বলেছেন: ধিক্কার আমাদের শিক্ষা ব্যবস্থার! হুম কিন্তু সেখানে আমাদেরও কিছু দোষ আছে!
১১| ২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৯
স্নিগ্ধ শোভন বলেছেন:
চখাম হইছে।
২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৫১
চাটগাইয়া জাবেদ বলেছেন: চ+খাম হইছে
১২| ২৭ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪৭
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার রসাত্বকভাবে বাস্তব হতাশা তুলে ধরেছেন ।
২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৪
চাটগাইয়া জাবেদ বলেছেন: এই হতাশার কি শেষ নেয়?
১৩| ২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:২৯
সাদেক বলেছেন:
৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১:৫৩
চাটগাইয়া জাবেদ বলেছেন: হা হা হা বলেছেন,
মনে করতাম বেকুব গাছে ধরে
এহন দেখি ঝইড়া পড়ে,
আম্রে কেউ মাইরালা
©somewhere in net ltd.
১| ২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৭
তাশমিন নূর বলেছেন: হাসলাম অনেক। এই প্রহসন পড়ে যদি কারো কিছু শিক্ষা হয়।