নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবাসী মন!
প্রিয় ব্লগার ভাই-বোনেরা,
প্রতি বছরই শীতের ভয়াবহ প্রকোপ সহ্য করতে না পেরে অনেক অসহায় মানুষ মৃত্যুর কাছে আত্মসমর্পণ করে। আর ঠিক সে কারণেই আর্ত-মানবতার সেবায় প্রতিশ্রুতিবদ্ধ Whistle Whistle এর উদ্যোগে একটি কম্বল, একটি জীবন শিরোনামের এই ইভেন্ট।
প্রান্তিক গন মানুষের সেবায় একটি প্ল্যাটফর্ম থেকে একযোগে কাজ করছে সিলেট ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন, স্বপ্ন ব্লাড ফাইটারস (সিলেট বিভাগ) , চট্টল ফাউন্ডেশন, হৃদয়ে চট্টগ্রাম, আমাদের চট্টগ্রাম, হৃদয়ে লাল সবুজ, স্বপ্ন, ভাস্কর্য, আমার দেয়া কিছু টাকায় ঈদ করবে পথশিশু, জয়ন্তী ক্লাব (চট্টগ্রাম বিভাগ) ও নেটওয়ার্ক চুয়াডাঙ্গা।
শীতবস্ত্র (সুয়েটার, কম্বল) সরাসরি দিতে চাইলে 01767300900 চট্টগ্রাম, 01712202096 সিলেটে যোগাযোগ করুন।
এছাড়াও আর্থিক সহযোগিতা করতে পারেন ব্যাংক একাউন্ট, Bkash, Ucash, dbbl mobile banking এর মাধ্যমে।
01767300900 DBBL mobile bank (personal)
01717026521 Bkash (personal)
01677889888 Ucash (personal)
Bank: MD SABBIR HOSSAIN
A/c No. 0013734012148
National Bank Ltd.
Halishahar Branch
যেকোন ধরণের আর্থিক সহযোগিতা করে উক্ত নাম্বারে 01817534141 এ জানিয়ে দিবেন।
ইভেন্টের জবাবদিহিতা দেখুনঃ জবাবদিহিতা
শীতবস্ত্র নিয়ে কাজ করতে গিয়ে পূর্বে দেখেছি মানুষ নিত্য ব্যবহার্য পুরোনো কাপড় দেয়, (যেমনঃ ছেঁড়া কাপড়, জিন্স, সেলোয়ার কামিজ, শার্ট) যা শীত নিবারণে শীতার্তদের কোন কাজে আসেনা। এসব জিনিস উল্টো সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। তাই আমরা এবার কম্বল, গরম কাপড় ও আর্থিক সহযোগিতা ছাড়া অন্যকিছু নেবোনা। আমরা আমাদের অবস্থান থেকে সারাদেশের বিভিন্ন এলাকায় ২০হাজার শীতার্তদের মাঝে বিতরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
একজনের জন্য কঠিন টার্গেট, সবাই মিলে চেষ্টা করলে অনেক সহজ হয়ে যাবে কাজটি। আসুন নিজের অবস্থান থেকে শীতার্তদের পাশে দাড়াই...
বিঃদ্রঃ বিস্তারিত জানতে ইভেন্টে দেখুন।
©somewhere in net ltd.