নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ!

বহু বছর ধরে প্রবাসে দিন কাটাচ্ছি

চাটগাইয়া জাবেদ

প্রবাসী মন!

চাটগাইয়া জাবেদ › বিস্তারিত পোস্টঃ

এ অমানুষদের এসব কীর্তিতে "হোমো স্যাপিয়েন্সের" প্রজাতি হিসেবে আমি লজ্জিত, শয়তানও নিশ্চয় লজ্জিত! X((

০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩৩

বিশ্ব নাকি এগিয়ে চলছে?
হ্যা, এগুচ্ছে বটে।অর্থবিত্তে, প্রযুক্তিতে, গতিতে।
তবে মানসিক উৎকর্ষতায় দিন দিন পিছিয়ে যাচ্ছে এ গ্রহের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী Homo Sapiens তথা মানুষ প্রজাতি। নৈতিক মূল্যবোধ হারিয়ে অমানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এখানে! X(

আগে আমাদের নিজ দেশ ও আমাদের পাশের দেশের দুটি ঘটনায় চোখ বুলান...

ঘটনা একঃ নিজ স্ত্রীকে হ্যান্ডক্যাপ পড়িয়ে এএসআই’র নির্যাতন। (ঘটনাস্থলঃ চট্টগ্রাম, বাংলাদেশ)
বিস্তারিতঃ নিজ স্ত্রীকে হ্যান্ডক্যাপ পড়িয়ে এএসআই’র নির্যাতন

ঘটনা দুইঃ ধর্ষণের পর নিজ মেয়েকে খুন করলেন বাবা! (ঘটনাস্থলঃ পাশের রাষ্ট্র, ভারত)
বিস্তারিতঃ ধর্ষণের পর নিজ মেয়েকে খুন করলেন বাবা!

এ অমানুষদের এসব কীর্তিতে "হোমো স্যাপিয়েন্সের" প্রজাতি হিসেবে আমি লজ্জিত, শয়তানও নিশ্চয় লজ্জিত! X((

কি আৎকে উঠলেন?
পুরুষ হিসেবে লজ্জিত হচ্ছেন?
লজ্জিত হওয়াটাই উচিত /:)
তবে এ অমানুষদের নারী/পুরুষ কোনো সংজ্ঞাতে সীমাবদ্ধ করতে আমি রাজী নই। বাবা কন্যার পরম শ্রদ্ধার আধার, নিরাপদ আশ্রয়। সেই বাবাই কিনা ধর্ষণ শেষে খুন করে! পৃথিবীতে এমন কোনো পশু ও কি আছে যে নিজ কন্যা সন্তানকে ধর্ষণ করে? :(( (আল্লাহ আমাদীর মাফ করুক)

এদেরকে পশুর সাথে তুলনা করলে পশুর অবমাননা হয়! নারী বা পুরুষ না বলে এদেরকে অমানুষ বলাটাই শ্রেয়!

পবিত্র কুরআনে হয়তো এজন্যই বলেছে- ‘‘বালহুম আদল’’ অথবা ‘‘আসফালা সাফিলীন’’ তারা পশুর চেয়েও নিকৃষ্ট।

হুম, আমি বলবো... এরা পশুরও অধম, নিকৃষ্ট!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩৭

খেলাঘর বলেছেন:


ঘটনাগুলো খারাপ, পোস্টের উপস্হাপনা ভালো হয়নি

০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:৫৮

চাটগাইয়া জাবেদ বলেছেন: হুম, উপস্হাপনা ভালো হয়নি! :(

খেলাঘর ভাই, তবে! আপনাদের অনুপেরনায় আগামীতে ভালো করে উপস্থাপন করতে চেষ্টা অব্যাহত থাকিবে :)

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৫৫

অপূর্ণ রায়হান বলেছেন: এরা পশুরও অধম, নিকৃষ্ট!

১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:৫০

চাটগাইয়া জাবেদ বলেছেন: বালহুম আদল!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.