নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ!

বহু বছর ধরে প্রবাসে দিন কাটাচ্ছি

চাটগাইয়া জাবেদ

প্রবাসী মন!

চাটগাইয়া জাবেদ › বিস্তারিত পোস্টঃ

বর্তমানে আবেগকে পূঁজি বানিয়ে যে হারে রাজনৈতিক প্যাঁচের শিকার হচ্ছি, ২০৩০ সালে উপরোক্ত ঘটনা ঘটা খুব একটা অস্বাভাবিক না! /:)

২৭ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১১

আগামী ২০৩০ সালে....



- আব্বা ! আব্বা ! জাবেদ পইড়া গেছে!

~ কিরে চিল্লাস ক্যা? 'জাবেদ' সেইটা আবার কে ?



- আব্বা জাবেদ আমার ছোট ভাই আর তোমার ছোট পোলা!

~ উহু! ভুইলা গেছিলাম। কই পড়ছে জাবেদ ?



- আব্বা জাবেদ কমোডের ভিতরে পড়ছে!:((

~ কস কি ? খাড়া আমি সেলুন থেকে সেইভ কইরা আসি, তুই সাংবাদিক, ফায়ারসার্ভিস, মিডিয়া সবাইরে খবর দে, আর টিভি ছাড়! খাড়া আমি সেইভ করে আসি, তোর মারে বলিস ফেয়ার এন্ড লাভলী জাক্কাস ক্রীম বের করে রাখার জন্য :P ;)



- আব্বা, জাবেদ পইড়া গেছে মইরা যাইবে তো! X(

~ আরেহ ধুর কিচ্ছু হবেনা, এই নে এই টাকা দিয়া জুস কিইনা কমোডের ভিতরে জাবেদ'রে দে।



-আব্বা, এইগুলা কি বলতেছ? আমার মাথা ঘুরাচ্ছে! |-)

~ এই নে তুইও একটা জুস খা!



- আব্বা আমি পইড়া যাচ্ছি! :((

~ বাবা সাবধানে পড়িস! দেখিস হাত পায়ে যেন ব্যাথা না লাগে, আর জুস এর প্যাকেট'টা নিয়া যা বাপ!



বর্তমানে আবেগকে পূঁজি বানিয়ে যে হারে আমরা রাজনৈতিক প্যাঁচের শিকার হচ্ছি, আগামী ২০৩০ সালে উপরোক্ত ঘটনা ঘটা খুব একটা অস্বাভাবিক না!



গতকালকে "খিলগাঁয়ের একটি কলোনিতে চারশ ফুট নিচে পড়ে গেছে জিয়াদ বা জিহাদ" সেই ঘটনায় বেশী আবেগি হয়ে পড়েছিলাম! রাত ৩ টার দিকে শুনি যখন গর্তে কেউ নেই ঠিক তখন আবেগ ভোতা গেছে :/



তাহলে কি দেশের রাজনৈতিক দল ও মিডিয়া গুলো আমাদের আবেগ খেলা করছে? দেশের মানুষের আবেগ নিয়ে খেলা করা কোন রাজনৈতিক গুষ্টির অধিকার নেই!



পরিশেষে একটা কথায় বলবো...

সোনার বাংলা সোনার দেশ, রাজনীতিতে হয়েছে/হচ্ছে শেষ!!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১৭

েনাঙর বলেছেন: আমি একটা জুস খামু

২৭ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২০

চাটগাইয়া জাবেদ বলেছেন: পাইপের ভিত্তরে যান, আমি সাংগাতিক ও জুস লইয়া আইতেছি ;)

২| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৪৫

দিশেহারা আমি বলেছেন: আমার মনে হয় নতুন ক্যামেরার মহরা চলছিলো ।
ডিজিটাল বাংলাদেশে একটা ডিজিটাল ক্যামেরা আনলো এটা জনগন না দেখলে কেমনে??

ছাত্র জীবনে খিলগাঁওয়ের এক স্কুলে পড়ার সময় একজন সহপাঠী ছিল যার পরিবার খুবই গরীব ছিল।একদিন সে গরুর গোস্ত দিয়ে ভাত খেয়ে ক্লাসের সবাই কে তার হাত শুকাতে লাগলো ।আমি সেদিন খুব হেসেছিলাম। তার দারিদ্রতার জন্য নয় , তার কর্মের জন্য।

আজও সেই হাসি পাচ্ছে।

তবে জিহাদের নিখোঁজের ব্যাপারটা খুব ভাবাচ্ছে।

২৭ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৪

চাটগাইয়া জাবেদ বলেছেন: কিছুটা আপনার সাথে সহমত!

ফায়ার ব্রিগেড এর অভিযান হস্তগিত ঘোষণার পর স্থানীয়দের সহযোগিতায় জিহাদ মৃত উদ্ধার!

তাহলে, ফায়ার সার্ভিস কর্মীদের এত যন্ত্র ও হাজার হাজার টাকা বেতন দিয়ে কি লাভ?

৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:০৩

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: জুলাইতে ওনাদের বেতন আরো দ্বিগুন করা হবে। কারণ টাকাটা সাধারণ খেটে খাওয়া মানুষদের ট্যাক্সের টাকা, সেটা এতো আরামে ওনাদের পকেটে চলে আসে যে, টাকাটার যোগানদাতাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করলেও কোনাে দোষের কাজ নয় বলে ওনাদের (সরকারী চাকুরীজীবিদের )ধারনা।

২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:৫২

চাটগাইয়া জাবেদ বলেছেন: কি আর বলবো রে ভাই! খুব লজ্জার লাগছে, আজকে যদি তারা বের করে আনত তাহলে জুলাইয়ের পরিবর্তে এই মাস থেকেই দেওয়া শুরু করে দিত!


আমাদের রক্তে তাদের প্রীতিভোজ X(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.