নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ!

বহু বছর ধরে প্রবাসে দিন কাটাচ্ছি

চাটগাইয়া জাবেদ

প্রবাসী মন!

চাটগাইয়া জাবেদ › বিস্তারিত পোস্টঃ

শিরোনাম দিলাম না! সামুর ভাই-বোনেরা নিরপেক্ষভাবে বলুন আমি কি করবো?

০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০০

আজ ৫ জানুয়ারি বাংলাদেশে আজকের দিনটাকে কেন্দ্র করে দুইটা দিবস পালিত হচ্ছে বা পালন করার ঘোষণা দিয়েছে দুই পক্ষ। এক পক্ষ(আওয়ামীলীগ) "গনতন্ত্র প্রতিষ্ঠা দিবস" পালন করছে, অন্য পক্ষ(বিএনপি) "গনতন্ত্র হত্যা দিবস" পালন করছে। কিন্তু আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে কোনটাকে সমর্থন করবো বা পালন করবো কিছুই বুঝতে পাচ্ছি না!

আচ্ছা, একটা ঘটনা বলি তারপর না হয় আপনারাই বিবেচনা করে বলবেন আমি আজকে কোন দিবসটা পালন করবো...

-সময়টা ২০০৮ সাল, তবে কোন মাস সেইটা পুরোপুরি স্মরণ নেই, সম্ভবত আগস্ট মাসের আগে হবে। বাংলাদেশে তখনই ছবিসহকারে প্রথম ভোটার কার্ড বানানোর কাজ চলছিল। আমিও ছবিসহকারে ভোটার কার্ড বানালাম। লাইফের আমি আমার লাইফে প্রথম ভোটার হয়েছিলাম, জীবনে প্রথম সংসদ ভোট দেব মনে অনেক খুশী ও এক ধরনের আনন্দ লাগছিল(অবশ্যই ভোট আগে বেশ কয়েকবার দিয়েছিলাম, তা ইউনিয়ন পরিষদের নির্বাচনে) অবশ্যই তখন সংসদ নির্বাচন কাছাকাছি, প্রায় ৭/৮ মাস বাকি ছিল, তার মধ্যে কিন্তু আমার ভোটার কার্ডও হাতে পাইনি তবুও ছবিসহকারে ভোটার কার্ড বানাইলাম খুশীতে দিশেহারা B-)

এক মাস পর আগস্ট মাসের ২ তারিখ আমার ছবিসহকারে ভোটার কার্ড পেয়ে গেলাম, ব্যস এবার ভোট দেব, সংসদ নির্বাচনের আর কয়েকমাস বাকি ছিল কিন্তু না আমার আর ভোট দেওয়া হল না! কারণ ভোটার কার্ড হাতে পাওয়ার ৩/৪ দিন পরেই হঠাৎ করেই আমার ভিসা চলে এসেছে, আর ভিসা আসার ৩ দিন পরেই, মানে ২০০৮ সালের আগস্ট মাসের ৮ তারিখে আমাকে দেশ ত্যাগ করতে হয় আর দেওয়া হলনা না আমার লাইফের প্রথম সংসদ নির্বাচনের ভোটটা। আমি আসার কয়েক মাস পরেই সংসদ নির্বাচন হয়ে গেল X(

ব্যস, প্রবাসে কাটিয়ে দিলাম বেশ কয়েকটি বছর(তার মাঝে দেশে যাওয়া হলেও ভোট দেওয়া হয় নাই, কারণ ভোট প্রতি পাঁচ বছর পর একবার হয়) এবার ২০১৪ সালের জানুয়ারির ২০ তারিখে কোম্পানিতে আমার ছুটি দিয়েছে কিন্তু আমি ভোট দেওয়ার জন্য অনেক কষ্টে ম্যানেজারকে বুঝিয়ে ছুটিটা ২০১৩ সালের ডিসেম্বরের ৩০ তারিখ দেওয়ার আবেদন করি, আবেদন মঞ্জুরও হয়েছে :)

এবার, টিকেট করবো আর দেশে যাবো, ৫ জানুয়ারি ভোট দেব, কত্ত আনন্দ, কিন্তু না এবার হয়তো দিতে পারব না। কারণ সংসদ নির্বাচনকে কেন্দ করে বাংলাদেশের অবস্থা ভালো না, তাই ২০১৪ জানুয়ারির ৮ তারিখের আগে কোন ফ্লাইট নেই। পরে গেলাম মহা বিপাকে, এত কষ্ট করে এক মাস আগে ছুটিটা মঞ্জুর করালাম ক্যান? :/ পরে দুলাভাইয়ের এক বন্ধু দেশে যাবে ২ তারিখে টিকেট করেছে কিন্তু দেশের অবস্থা খারাপ দেখে ভয়ে তিনি যাচ্ছে না সেই সুযোগে আমি অনার টিকেটটা নিয়ে নিলাম ;)

২০১৪ জানুয়ারির ৩ তারিখ সকালে বাংলাদেশে পর্দাপন করি, এক দেশ থেকে আরেক দেশে হঠাৎ যাওয়ার পরের দিনেই আওবাহাওয়া পরিবর্তনের কারনে গায়ে জ্বর, সর্দি মাথা ব্যাথা এক কথায় অসুস্থ হয়ে পড়ি, ঘর থেকেও বের হবার অবস্থা নেই, দুই দিন পরে একটু ভালো লাগছিল সেই দিনটা ছিল ৫ জানুয়ারি।

তখন মনে পড়ে গেল আজকে যে সংসদ নির্বাচন, মাকে বললাম,
মা আমি ভোট দিতে যাবো, এই ভোটের জন্য আমি এক মাস আগেই অনেক কষ্টে দেশে এসেছি!

মা আমাকে বলে গায়ে জ্বর নিয়ে বের হওয়ার দরকার নেই।
আমি বললামঃ মা প্লিজ না কর না, তাছাড়া আপনারা ভোট দিতে যাবেন না? আপনাদের সাথেই যাবো, ভোটটা দেওয়া আমার অধিকার, গনতন্ত্র প্রতিষ্ঠার জন্য ভোট দেওয়াটা খুবই প্রয়োজন!

পরে আমার মা ভীষণ হেসে হেসে বলল,
ও হ্যাঁ, জাবেদ তোকে বলতে ভুলে গিয়েছিলাম আমাদের এখানে ভোট হচ্ছে না, বিনা ভোটেই আওয়ামীলীগ সমর্থিত নির্বাচিত হয়ে গেছে! /:) (অবশ্যই ৫ জানুয়ারির আগেই বেশীরভাগ বিনা নির্বাচনেই বিজয়ী হয়ে গেছে)

এত কষ্ট করে, আমার জীবনের প্রথম সংসদ নির্বাচনের ভোটটা দিতে এলাম, তা এবারো দেওয়া হল না, পারিনি আমি আমার অধিকার কাটাতে, পাইনি আমার নাগরিকত্বের ভোটাধিকার! আবার চলে এলাম সুদুর প্রবাসে, জানি না আর কবে ভোট দিতে পারবো কিনা পারবো না! তবে বেঁচে থাকলে হয়তো দিতে পারব, না হলে নাই!

এবার আপনারাই বলুন, আমি আজকে কোন দিবসটাকে(পক্ষকে) সমর্থন করবো বা পালন করবো?

"গনতন্ত্র প্রতিষ্ঠা দিবস" নাকি "গনতন্ত্র হত্যা দিবস"

কোনটা?

পাদিকাঃ এই পৃথিবীতে নিরপেক্ষ কেউ নাই, সবাই নিরপেক্ষতার ভান ধরে পায়দা লুটে!

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০৯

রুমি৯৯ বলেছেন: "গণতন্ত্র প্রতিষ্ঠা দিবস" নাকি "গণতন্ত্র হত্যা দিবস"
কোনটা?
পাদটিকাঃ এই পৃথিবীতে নিরপেক্ষ কেউ নাই,
সবাই নিরপেক্ষতার ভান ধরে ফায়দা লোটে!

০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২৫

চাটগাইয়া জাবেদ বলেছেন: রুমি দা, মনে হয় একটু বেশী বলে ফেললাম, তাই না? #:-S

২| ০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১৪

এমএম মিন্টু বলেছেন: িরপক্ষ কেন আপনি আমার পক্ষে কথা বলবেন B-) ;) :P

০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩২

চাটগাইয়া জাবেদ বলেছেন: আপনার ভাই, আপনার পক্ষেই ১০০% আমার সমর্থন, কিন্তু আমার এই আদর মাখা কথা তাদের কোন ফিলিং এ কাজ করাইনা!

তো, এদের বসাইয়া আপনাকে বসাইতে হবে, গদিতে বসার কথা কইলাম :D

৩| ০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১৬

নুর ইসলাম রফিক বলেছেন: নিশ্চয়ই দুঃজনক।

পাদিকাঃ এই পৃথিবীতে নিরপেক্ষ কেউ নাই, সবাই নিরপেক্ষতার ভান ধরে ফায়দা লুটে!


আপনার রচনাতেই বুঝা যাচ্ছে, আপনি যে নিরপক্ষ নন।
তো আপনি নিশ্চয়ই আপনার পক্ষের দিবসটাই পালন করবেন।
সেহেতু আমাদের মতামত আপনার কাছে গ্রাজ্য হবেনা।

অজতাই নাটক.....................

০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৬

চাটগাইয়া জাবেদ বলেছেন: দশে মিলে করি কাজ হারি জিতি নাহি রাজ।

আমি নিজের পক্ষে সিদান্ত নিলেও তা অন্যের উপর নির্বাচন করেই ভালো মন্দ বিবেচনায় কাজটা সম্পূর্ণ করে থাকি!

তো, কোন নাটক না ভাই :(

৪| ০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১৯

আহলান বলেছেন: কি কমু বুঝতাছি না .... ..... ..... B-) :-P

০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৯

চাটগাইয়া জাবেদ বলেছেন: 'বডর' করে একটা বলে ফেলুন :D

'বডর' শব্দটি চট্টগ্রামের আঞ্চলিক ভাষা, যার বাংলা অনুবাদ 'হঠাৎ'

বডর = হঠাৎ/হুট B-)

৫| ০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৯

সুদিন বলেছেন: অবশ্যই আপনার মত দেশের ৯৫ভাগ মানুষের একই অবস্থা।
আমরা সাধারণ মানুষ যে দিবস পালন করতে পারি তা হল জনাতংক দুর্ভোগ দিবস হিসেবে। কারণ আমরা সবাই এখন আতংক, আশঙ্কা ও দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছি, আপনি প্রবাসে থেকে বেচে গেছেন আমাদের যে কি অবস্থা রাস্তায় বের হলে বোঝা যায়। বাহিরে কোথাও যেতে চাইলে আপনি পাবলিক পরিবহন পাবেন না আর প্রাইভেট সার্ভিসের মূল্য আকাশচুম্বী, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির সরবরাহের ঘাটতি ও মূল্যবৃদ্ধি এবং রাস্তায় রাস্তায় পুলিশ ও সরকারদলীয় লোকদের নিরাপত্তার নামে হয়রানিমূলক কর্মকান্ড। অতএব, জনাতংক দুর্ভোগ দিবস সফল হোক, জনগণ নিপাত যাক !!!!!!!!!!

০৬ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৪:০৮

চাটগাইয়া জাবেদ বলেছেন: সুদিন ভাই, না প্রবাসে থেকে নিজের দিক দিয়ে ভালো থাকলেও কিন্তু পরিবার পরিজন ও ভাই ও দেশকে নিয়ে বেশী চিন্তিত থাকে সকল প্রবাসী!

- ( সরকারদলীয় লোকদের নিরাপত্তার নামে হয়রানিমূলক কর্মকান্ড। অতএব, জনাতংক দুর্ভোগ দিবস সফল হোক, জনগণ নিপাত যাক!

বুঝলাম ভাই, খুব কষ্ট ও ভোগ থেকে বলেছেন :#

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.