নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ!

বহু বছর ধরে প্রবাসে দিন কাটাচ্ছি

চাটগাইয়া জাবেদ

প্রবাসী মন!

চাটগাইয়া জাবেদ › বিস্তারিত পোস্টঃ

‘স্বৈরাচার নিপাত যাক’ শ্লোগান বুকে ২০১৫ এর নূর হোসেন!

০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:৫৫



‘স্বৈরাচার নিপাত যাক’ শ্লোগানটি বুকে লিখে গতকাল নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে দাঁড়ালো এক যুবক। বিএনপির বাঘা-বাঘা নেতারা যেখানে বের হওয়ার সাহস পাইনি পুলিশি গ্রেফতার আর নির্যাতনের ভয়ে, তখন এই যুবকের উপস্থিতি সবাইকে চমকে দেয়!

একটি গলি থেকে বিএনপি কার্যালয়ের সামনে এসে দাঁড়ান দেলোয়ার নামে ওই যুবক। তার বুকে ও পিঠে লেখা ছিল ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’ স্লোগান। তার দাঁড়ানোর কিছুক্ষণের মধ্যেই পুলিশ তাকে আটক করে।
এসময় প্রতিবাদী ওই যুবক বলেন, “আমিতো কোনো সহিংসতা করতে আসিনি। আমার অধিকার আছে প্রতিবাদ জানানোর, আমার অধিকার কেন কেড়ে নিচ্ছেন?

দেলোয়ারকে ধরে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকরা এর কারণ জানতে চেয়েছিল কিন্তু জনগণের বন্ধু নামের শত্রু বোবা পুলিশ কোনো কথা বলেনি। বলবে কোথায় থেকে তাদের মুখ থাকলেই তো বলবো! X(

শুধু যুবকটিকে বলে, “চলো, থানায় গিয়ে তোমার কথা শুনব” বর্তমান গণতন্ত্র যে থানায় সেইটা হয়তো দেলোয়ারের জানা ছিল না!

১৯৯০ সালে তৎকালীন স্বৈরাচার এরশাদ সরকারের আমলে একইভাবে বুকে পিঠে এই স্লোগান লিখে মিছিলে গিয়ে শহীদ হয়েছিলেন নুর হোসেন। দেলওয়ার কি তবে নিজেকে ২০১৫ সালের নূর হোসেন হিসেবে দাঁড় করালেন জনগণের সামনে? এটার বিশ্লেষণ সময়ই বলে দেবে!



১৯৮৬ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় নূর হোসেন যখন তার শরীরে "স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক" স্লোগান লিখে রাজপথে শহীদ হয়েছিলেন, তখন ঘুণাক্ষরেও কেউ ভাবতে পারেনি নূর হোসেনের সেই রক্তের প্রতিদান দেশের শাসকগোষ্ঠী আজ এভাবে হবে!

আজ তাই মনে হয়, নূর হোসেন যদি আজ বেঁচে থাকতেন বর্তমান দেশের এই অবস্থা দেখে তিনি হয়তো তাঁর স্লোগানটি এভাবে লিখতেন...

"গণতন্ত্র নিপাত যাক, স্বৈরাচার মুক্তি পাক"


ছবিঃ ১ম বিডিটুডে ও ২য় গুগল থেকে সংগৃহীত...

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৬:১৩

খেলাঘর বলেছেন:


নুর হোসেন ছিল এক ইডিয়ট, এটি আরেক ইডিয়ট; ইডিয়টরা শামীম ওসমান,খালেদা ডাকাতকে ভোট দেয়, নুর হোসেনের মত ইডিয়টরা অকারণে পরিবারকে কস্ট দিয়ে মাছির মত মরে।

০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৮

চাটগাইয়া জাবেদ বলেছেন: নুর হোসেন ছিল এক ইডিয়ট, তা ইডিয়ট বানাইছে কে?
-আওয়ামীলীগ

আপনি বলেছেন, ইডিয়টরা শামীম ওসমান,খালেদা ডাকাতকে ভোট দেয়।

তা, আপনার ভাষ্যমতে যা বুঝলাম, বাংলার ১৬ কোটি জনতা ইডিয়ট, কারণ তারা খালেদা-হাসিনা ডাকাত'কে ভোট দেই, তা ভাই আপনি কি খালেদা-হাসিনা ডাকাতকে ভোট দেন না??

২| ০৬ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৬:১৭

খেলাঘর বলেছেন:


যারা নুর হোসেনের গায়ে লিখেছিল, যারা নুর হোসেনকে এ ধরণের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, তাদের ফাঁসী হওয়ার সম্ভাবনা আছে।

০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০১

চাটগাইয়া জাবেদ বলেছেন:
নুর হোসেনের গায়ে লেখা ও মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ।

হুম, তাদের ফাঁসী হওয়ার সম্ভাবনা আছে। তবে বিএনপি হলে মনে করি এত দিনে সেইটা নিয়ে কথা উঠত, বাজ্ঞিস আওয়ামীলীগ.

জয় বাংলা :D

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৮

নীল আকাশ ২০১৪ বলেছেন: নূর হোসেন আওয়ামী লীগ করত, তাই তার এত্নাম ডাক। এই দেলোয়ার করে বিএনপি - আওয়ামী লীগের উল্টা পার্টি - তাই এইটা হবে রাজাকার। নূর হোসেন নিজে কিছু না পাক, আওয়ামী লীগরে দিয়ে গেছে অনেক কিছু। এই দেলোয়ার বিএনপিরে তো কিছু দিতে পারবেনা - উল্টা থানায় নিয়া হাত পা ভেঙে দেওয়ার প্রবল সম্ভাবনা আছে।

সবচেয়ে বড় আফসোস, এই ব্যাটার আত্মত্যাগ বিএনপি নেতারা কোনদিনই স্মরণ করবেনা।

০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৩

চাটগাইয়া জাবেদ বলেছেন: সবচেয়ে বড় আফসোস, এই ব্যাটার আত্মত্যাগ বিএনপি নেতারা কোনদিনই স্মরণ করবেনা।


আপনার সাথে পুরোই একমত!

৪| ০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০৬

আলী আহামমদ (সুমন) বলেছেন: বাংলাদেশের রাজনীতি বুঝতে হলে, '' দেশা দ্যা লিডার '' এই সিনেমা টা দেখতে হবে ।

০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৪

চাটগাইয়া জাবেদ বলেছেন: বাংলাদেশের রাজনীতি "দেশা দ্যা লিডার" সিনেমাটাকেও হার মানাই!

৫| ০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: সময়ের সাহষী সন্তান দেলোয়ার।

কেু্ স্মরণ করুক না করুক
কেউ মালা দিক না দিক
সে সময়ের সত্যকে বুকে পিঠে লিখে নিজের বিবেকের কাছে সত্য থেকেছে।

৭১এ মুক্তিযোদ্ধাদের কেউ কি কোন স্মরণের আশায় জীবন দীয়েছে?
কেউ কি তাদের নিয়ে গান কবিতা হবে এই ভেবে শহীদ হয়েছে?
কেউ কি সনদপত্র পাবে চাকলি পাবে এই আশায় যুদ্ধ করেছে? না।
তারা সময়ের ডাক শুনেছিল। সেই ডাকে সাড়া দিয়েছিল।

আজকের দলোযার সেই সত্যই প্রকাশ করে বাকী ভীরু দলীয় কর্মীদের মূখে চপেটাঘাত করেগেল।

++

০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:২০

চাটগাইয়া জাবেদ বলেছেন: ৭১ এ মুক্তিযোদ্ধাদের কেউ কোন কিচুর আশায় যুদ্ধ করেনি। হ্যাঁ তারা সময়ের ডাক শুনেছিল। সেই ডাকে সাড়া দিয়েছিল।

আপনি ঠিক বলেছেন, আজকের দেলোযার সেই সত্যই প্রকাশ করে বাকী ভীরু দলীয় কর্মীদের মূখে চপে টাঘাত করে গেল।

একটি দুঃখের কথা যে, দেলোয়ার কি অবস্থায় আছে জানি না, তাকে কি ছেড়ে দিয়েছে নাকি থানায় বেধে রেখেছে কিছুই নিউজ পাই নি :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.