নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবাসী মন!
বাংলাদেশের রাজনীতি এক সময় এমনই ছিল। ছিল পরমত সহিষ্ণুতা, ছিল পারষ্পরিক শ্রদ্ধাবোধ। এই ছবি বাংলাদেশের রাজনীতির এক হারিয়ে যাওয়া অধ্যায়ের কথা বলছে!
বেশী কিছু বলবো না, শুধু একটা কথা বলবো,
তেল আর পানি কখনো এক হয় না কিন্তু আমি বর্তমানে একটু হলেও বিশ্বাস করি যে তেল পানি একদিন একটু করে হলেও এক হবে কিন্তু আমাদের দেশের এই দুই নেত্রী কখনো এক হবে সেইটা স্বপ্নেও দেখা কষ্টকর!
তবে হ্যাঁ, ক্ষমতার লোভ ও হিংসার রাজনীতি থেকে বেরিয়ে এসে জনগণের কাতারের রাজনীতিতে আসলেই হয়তো আবার ফিরে পাবো এমন দিন, কিন্তু সেইটা স্বপ্নেও ভাবা কষ্টকর
ছবিঃ সংগৃহীত
১১ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৬:২২
চাটগাইয়া জাবেদ বলেছেন: "এই ছবিটাকে জাদুঘরে রাখা উচিৎ। বাস্তবে এই ছবির স্বাদ হয়তো আর কোনদিন পাওয়া হবে না" আপনার সাথে আমিও সহমত পোষণ করলাম, তবে আরো অনেক আগেই রাখা যেত!
সেই সময়কারটা আমি দেখি নাই, আমি এখনকারটা দেখতেছি। আর এখন সেই সময়কারটা স্বপ্নেও ভাবা কষ্টকর! কিন্তু আমরা নতুন প্রজন্ম কি তাদের কখনো একটিবারও এই ছবির মত দেখতে পারবো না?
২| ১১ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৬:৪২
বিদ্রোহী বাঙালি বলেছেন: অন্তত এদের দুজনকে একত্রে আবার এই ছবির মতো দেখা নাও যেতে পারে। কিছুটা বাস্তব সম্মত কারণও আছে। কারণ দুজনেরই বয়স হয়ে গেছে। তারেক জিয়া এবং জয় তারাও যার যার মার কাছ থেকে দায়িত্ব বুঝে নেবার মতো উপযুক্ত হয়ে উঠেছে। যদিও তাদের উপযুক্ততা নিয়ে সবার মনেই সন্দেহ আছে। কিন্তু বাংলাদেশে পারিবারিক রাজনীতির যে ইতিহাস, তাতে তারাই যে দায়িত্ব বুঝে নিবে এই নিয়ে কোন সন্দেহ নাই। জনগণ না চাইলেও এরা এই কাজটা নির্দ্বিধায় করে ফেলবে।
তবে বাংলার সাধারণ জনগণ বরাবরই তাদের ছবিটার মতো দেখতে চায়। জনগণের জন্য রাজনীতি করেও যারা জনগণের কথা মাথায় রাখে না, তাদের কাছ থেকে বর্তমানে যা চলছে তার চেয়ে বেশী আশা করাও মনে হয় বোকামি।
১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:০৩
চাটগাইয়া জাবেদ বলেছেন: তারেক জিয়া এবং জয় তারাও যার যার মার কাছ থেকে দায়িত্ব বুঝে নেবার মতো উপযুক্ত হয়ে উঠেছে। যদিও তাদের উপযুক্ততা নিয়ে সবার মনেই সন্দেহ আছে। কিন্তু বাংলাদেশে পারিবারিক রাজনীতির যে ইতিহাস, তাতে তারাই যে দায়িত্ব বুঝে নিবে এই নিয়ে কোন সন্দেহ নাই। জনগণ না চাইলেও এরা এই কাজটা নির্দ্বিধায় করে ফেলবে।
তবুও আমরা শান্তি চাই, দেশের উন্নয়ন চাই! আল্লাহ্ আমাদের দেশে শান্তি দাও!
৩| ১১ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১৯
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
এরকম মনে হয় আর হবেনা।
১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:০০
চাটগাইয়া জাবেদ বলেছেন: এরকম মনে হয় এই হবে না! আমাদের ভাগ্যও বদলাবে না
©somewhere in net ltd.
১| ১১ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৬:০৪
বিদ্রোহী বাঙালি বলেছেন: এই ছবিটাকে জাদুঘরে রাখা উচিৎ। বাস্তবে এই ছবির স্বাদ হয়তো আর কোনদিন পাওয়া হবে না। অন্তত অবস্থাদৃষ্টে তাই মনে হচ্ছে। কারণ খালেদা আর হাসিনা যখন থাকবে না, তখন হয়তো আসবে তারেক আর জয়। তাদের মধ্যেও একই ধারা বজায় থাকার সমূহ সম্ভবনা আছে। তাই ছবিটা জাদুঘরে থাকলে অন্তত অতীত রোমন্থন করে বাংলার জনগণ কিছুটা রাজনৈতিক শান্তি পাবে।