নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ!

বহু বছর ধরে প্রবাসে দিন কাটাচ্ছি

চাটগাইয়া জাবেদ

প্রবাসী মন!

চাটগাইয়া জাবেদ › বিস্তারিত পোস্টঃ

মাননীয় প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করছি, আশা করি শোয়েব আলীকে সহায়তা করবেন তিনি!

১৮ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৪:৩৬


শোয়েব আলি((The roaring painted tiger) ভাইয়ের আহবান,
আমি বাংলাদেশ দলকে সাপোর্ট দিতে অস্ট্রেলিয়া যেতে চাচ্ছি। আমার যতটুকু ছিল সব দিয়ে এই পর্যন্ত আসছি কিন্তু এখন আমি আর পারছি না!

তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি। তিনি চাইলেই আমি যেতে পারব। দেশের জন্যে গলা ফাটিয়ে বলতে পারব 'বাংলাদেশ' 'বাংলাদেশ' 'বাংলাদেশ'। সবাই আমার জন্যে দোয়া করবেন। যেন প্রধানমন্ত্রী আমার এই সামান্য আবেদনে সাড়া দেন।

আগে বিশ্বকাপ ও পাকিস্তানের যে কোন ম্যাচে, যে কোন দেশে পাকিস্তানের পক্ষে এক বৃদ্ধচাচাকে দেখা যেত, তা শুনেছিলাম পাকিস্তানি সাপোর্টার সেই বৃদ্ধ চাচাকে পাকিস্তান টীম থেকেই বিদেশ সফরে নিয়ে যাওয়া হইতো। আর ইতি মধ্যে সেই রকম, শ্রীলঙ্কার গায়ান-নিজাম, ইন্ডিয়ার সুধীরসহ এইরকম ফ্যানাটিক সমর্থকরা যাওয়ার সব ধরনের ম্যানেজমেন্ট ঠিক করে ফেলেছে সে দেশের টিম থেকে। এখন শুধু আমাদের বাংলাদেশের সোয়েব আলীই বাকি!

আমাদের প্রধানমন্ত্রী নিজেও ক্রিকেট ভালোবাসেন। আশা করি, তিনি শোয়েব আলীকে সহায়তা করবেন। গ্যালারী মুখরিত হবে তার গর্জনে!

তার মুখে আমরাও শুনতে চাই...
বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ, সাবাস বাংলাদেশ!

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৪:৪২

ছক্কা হাজী বলেছেন: ও অষ্টেলিয়া গেলে আর ফিরত আইবো না। হেইডা খুব শিওর।
পুরান পাগলে ভাত পায় না। তার উপ্রে আবার নতুন আমদানি !
ধূর !

১৮ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৪:৪৯

চাটগাইয়া জাবেদ বলেছেন: সে বাংলাদেশ ক্রিকেটের পেছনে যা ব্যয় করেছে তা দিয়েই অস্ট্রেলিয়া বৈধভাবে যেতে পারত!

হোয়াট অ্যা লজিক ম্যান! জাস্ট স্যালুট হিম!

২| ১৮ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৫:৩৮

রাফা বলেছেন: সব কিছু প্রধানমন্ত্রিকেই কেনো করতে হবে...।নিজেরা চেষ্টা করতে দোষ কোথায়? তারপর যদি একান্তই না হয় তখন না হয় প্রধানমন্ত্রিকে বলা যাবে।

১৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৮

চাটগাইয়া জাবেদ বলেছেন: ঠিক বলেছেন, আসুন না, আগে আমি/আপনি থেকে শুরু করি?

৩| ১৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২১

জনসাধারণের মধ্যে একটি মলিন পট্টবস্ত্র বলেছেন: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদস্যদের পরিবার পরিজনের এখন যাওয়া শিউর হয় নাই তার পরিবর্তে একজন দর্শকের যাওয়ার নিশ্চয়তা কে দিবে? উনাকে হয়তো ক্রিকেট টীম থেকে খেলা দেখার টিকেট দিতে পারে তাই বলে থাকা খাওয়া যাতায়াত দিবে এটা আশাকরাটা এবং সেই সুবিধা দেয়াটাও ঠিক হবে না বলে মনে করছি। কিন্তু দলকে উনার এই সমর্থন করাটাকে সাধুবাধ জানায়।

১৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৩

চাটগাইয়া জাবেদ বলেছেন: অন্য দেশে যদি সেই রকম সব দিতে পারে, আমাদের দেশে দিতে পারবে না কেন?

যখন প্রধানমন্ত্রী সফরে যান, তখন তো কোন কাজ ছাড়াই শত শত মানুষ নিয়ে যায়। তখন তারা তো সব সুবিধা পাই, উনাকে দিলে সমস্যাটা কি?

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:৫৮

জনসাধারণের মধ্যে একটি মলিন পট্টবস্ত্র বলেছেন:

অন্য দেশের সরকার যেখানে নিজে থেকে করেছে সেখানে আপনাকে বা আমাদেরকে ইভেন্ট খুলতে বা প্রচারণা করতে হবে কেন?

আশাকরি এই উত্তর যদি দিতে সক্ষম হন তাহলে আমাকে করা প্রশ্নের উত্তরও পেয়ে জাবেন।
ধন্যবাদ।

১২ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:২৫

চাটগাইয়া জাবেদ বলেছেন: দুঃখিত! সময়মত আপনার মন্তব্যটি দেখতে পারি নাই বলে। আর অনেক দেরিতে দেখলাম, তাই আর কিছু বলার নাই!

আপনাকেও ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.